Home খবর দেশ ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ল রাজস্থানে, একের পর এক দুর্ঘটনায় উঠছে প্রশ্ন

ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ল রাজস্থানে, একের পর এক দুর্ঘটনায় উঠছে প্রশ্ন

iaf-fighter-jet-crash

বুধবার দুপুরে রাজস্থানের চুরু জেলার বানোড়া (Bhanoda) গ্রামে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ একটি কৃষিজমিতে ভেঙে পড়ে বিমানটি। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

রজলদেশর থানার অফিসার কামলেশ পিটিআই-কে জানান, “বিমানটি বানোড়া গ্রামের একটি খোলা মাঠে ভেঙে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।”

দুর্ভাগ্যজনকভাবে, স্থানীয় সূত্র ও উদ্ধারকারী দলের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানবদেহের বিভিন্ন অংশ, যা দেখে মনে করা হচ্ছে বিমানে থাকা পাইলট বা পাইলটরা হয়তো প্রাণ হারিয়েছেন।

প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি শুরু করেছে। বায়ুসেনার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পাইলটদের পরিস্থিতি জানানো হয়নি। যুদ্ধবিমানটি কোন ধরণের ছিল বা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

একের পর এক দুর্ঘটনায় প্রশ্নের মুখে বায়ুসেনার যুদ্ধবিমান ব্যবস্থাপনা

গত কয়েক মাস ধরেই একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার যুদ্ধবিমান। কিছু উল্লেখযোগ্য ঘটনা:

  • এপ্রিল ২০২৫: গুজরাটের জামনগরে নাইট মিশনের সময় ভেঙে পড়ে দুই আসনের একটি জাগুয়ার বিমান। পাইলট সিদ্বার্থ যাদব প্রাণ হারান।
  • মার্চ ২০২৫: হরিয়ানার পাঁচকুলায় প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে একটি যুদ্ধবিমান। পাইলট সফলভাবে ইজেক্ট করেন।
  • ফেব্রুয়ারি ২০২৫: মধ্যপ্রদেশের শিবপুরিতে একটি মিরাজ ২০০০ বিমান ভেঙে পড়ে। দু’জন পাইলটই ইজেক্ট করে প্রাণ বাঁচান।
  • নভেম্বর ২০২৪: উত্তরপ্রদেশের আগরার কাছে একটি MiG-29 ভেঙে পড়ে। পাইলট ইজেক্ট করে রক্ষা পান।

এই পরপর দুর্ঘটনা বায়ুসেনার প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত তদন্ত ও আধুনিকীকরণ ছাড়া এই ধরনের মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটে যেতে পারে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি ও আশেপাশের এলাকা  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version