Home খবর রাজ্য কলকাতা-সহ বিভিন্ন জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

কলকাতা-সহ বিভিন্ন জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার দুর্যোগ কলকাতায়। ছবি: রাজীব বসু

কলকাতা: বুধবার সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা। কমেছে জ্বালাপোড়া গরম ভাব। মঙ্গলবারের পর এ দিনও কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতের তথ্য অনুসারে,গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১.০ মিলিমিটার। সঙ্গে ছিল ৫০ থেকে ৬০ কিলোমিটার গতির ঝড়। ঝড়বৃষ্টির জেরে এ দিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন এই ঝড়বৃষ্টির ফলেই স্বস্তি দিয়ে কমবে তাপমাত্রা। তিনদিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে মনে করছেন আবহবিদরা। এর পরের দু’দিন অবশ্য তাপমাত্রায় কোনো হেরফের হবে না।

এ দিন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে। শুক্র ও শনিবার ফের ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

গতকাল ঝড় হয়েছিল কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওয়া, হুগলিতে। এ ছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছিল। কোথাও কোথাও হয়েছিল শিলাবৃষ্টিও। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন এমনই থাকবে রাজ্যের আবহাওয়া।

ও দিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া।

আরও পড়ুন: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version