খবর অনলাইনডেস্ক: বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু এখনই বৃষ্টির হাত থেকে সে ভাবে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। বরং আগামী তিন দিন বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এই যাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ না থাকলেও আগামী সপ্তাহে নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়াও থাকতে পারে।
উল্লেখ্য, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও বঙ্গোপসাগর সক্রিয় থাকার ফলে মাঝেমধ্যেই বৃষ্টি নামে। এবারও সেই রকমই হতে চলেছে। এই মুহূর্তে তামিলনাড়ু উপকূলের কাছে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। ওই নিম্নচাপটি বৃহস্পতিবার সকাল নাগাদ উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে পৌঁছোতে পারে। এর জেরে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে চূড়ান্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
ওই নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, যার জেরে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। এর প্রভাবে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া ঝড়বৃষ্টির জন্য অনুকূল থাকবে। ভারী বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা এই যাত্রায় নেই। নিম্নচাপটি কেটে গেলে শনিবার, ১৯ অক্টোবর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
তবে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী সপ্তাহে। বিভিন্ন পর্যবেক্ষণের ভিত্তিতে এটা মনে করা হচ্ছে যে আগামী ২৩ এবং ২৪ তারিখ, দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। ওই সময়ে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা যায়। তবে এটা একদমই প্রাথমিক পর্যবেক্ষণ।
তবে এটা নিশ্চিত করে বলা যায় যে ২৫ অক্টোবরের পর থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং উত্তুরে হাওয়ার হাত ধরে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।