আরজি কর হাসপাতালের চিকিৎসক-পড়ুয়া খুন ও ধর্ষণের মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল শুক্রবার জামিন পেয়েছেন। তবে জামিন পেলেও আর্থিক দুর্নীতির আরেক মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ আপাতত জেলমুক্ত হতে পারবেন না। অন্যদিকে, অভিজিৎ মণ্ডল জেল থেকে বেরোতে পারবেন, কারণ তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই।
সিবিআই আদালতে শুক্রবার ছিল এই মামলার শুনানি। সেখানে সিবিআই জানায়, প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হওয়া সন্দীপ এবং অভিজিৎ-এর বিরুদ্ধে নির্ধারিত সময়সীমার মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া সম্ভব হয়নি। আইন অনুযায়ী, চার্জশিট না দেওয়ায় আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করে। যদিও আগে একটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই।
জামিন পাওয়ার জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ২০০০ টাকার বন্ড জমা দিতে হয়েছে। এছাড়া, অভিজিৎ মণ্ডলকে যেকোনো সময় থানার ডাকে সাড়া দিতে হবে।
আরজি কর হাসপাতালের চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তাঁদের হেফাজতে থাকার মেয়াদ ৯০ দিন পেরিয়ে যাওয়ায় অভিযুক্তদের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদনে সাড়া দিয়ে জামিন মঞ্জুর করে।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগেও সিবিআই মামলা করেছে। এই মামলার কারণে জামিনের পরেও তিনি আপাতত জেলেই থাকবেন।
সিবিআই জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং চার্জশিট প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন। তবে জামিনপ্রাপ্ত অভিযুক্তরা তদন্তে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।