Home বিনোদন পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার অল্লু অর্জুন

পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার অল্লু অর্জুন

দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। তাঁর নতুন ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় এই পদক্ষেপ করা হয়েছে। শুক্রবার অভিনেতাকে চিক্কাদপল্লী থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবির প্রিমিয়ারে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ভিড় সামলাতে না পেরে থিয়েটারে ধাক্কাধাক্কির সময় দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ৩৯ বছর বয়সী এক মহিলার। তাঁর ৯ বছরের পুত্র সাই তেজ গুরুতর আহত হন।

অভিযোগ বিস্তারিত

রেবতীর স্বামী ভাস্কর মাগুদামপল্লির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, রাত ৯টা ৪০ মিনিট নাগাদ প্রেক্ষাগৃহে অল্লু অর্জুন প্রবেশ করলে ভিড় আরও বেড়ে যায়। থিয়েটারের কর্মীরা এবং অভিনেতার নিরাপত্তারক্ষীরা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। এই সময় ধাক্কাধাক্কির ঘটনায় রেবতী ও তাঁর ছেলে পড়ে যান।

রেবতীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটিকে দুর্গাবাই দেশমুখ হাসপাতাল থেকে কেআইএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কী বলছে পুলিশ?

পুলিশ জানিয়েছে, প্রেক্ষাগৃহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত পরিকল্পনার অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। অভিনেতার উপস্থিতি আগেই ঘোষণা না করায় ভিড়ের চাপ আরও বেড়ে যায়। এফআইআরে একাধিক ধারায় মামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ।

৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর থেকে ‘পুষ্পা ২’ কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে। ছবির জনপ্রিয়তার মধ্যেই এই দুর্ঘটনা অল্লু অর্জুনের ভাবমূর্তিতে বড় ধাক্কা।

মামলার তদন্ত চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত সব দিক খতিয়ে দেখা হবে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে প্রশাসন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version