আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় শিয়ালদহ আদালতে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। এই চাঞ্চল্যকর মামলায় আগামী ১৮ জানুয়ারি, শনিবার, দুপুর আড়াইটে নাগাদ সাজা ঘোষণা করা হবে।
মামলার প্রধান অভিযুক্ত, সিভিক ভলান্টিয়ারের পক্ষে সওয়াল শেষ হয় বুধবার। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে আদালতে ধৃতের আইনজীবী জানিয়েছিলেন, তিনি এই ঘটনার সঙ্গে যুক্তই নন। গোটা ঘটনাটি সাজানো। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে অভিযুক্তকে।
বৃহস্পতিবার তদন্তকারী সংস্থা সিবিআই তাদের বক্তব্য পেশ করে। একইসঙ্গে, নিহত চিকিৎসকের বাবা-মাও পৃথকভাবে ন্যায়বিচারের আবেদন জানান। আদালতে রুদ্ধদ্বার শুনানিতে তাঁদের বক্তব্য শোনা হয়।
উল্লেখ্য, এই মর্মান্তিক ঘটনায় রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। গত ১১ নভেম্বর থেকে আরজি করের ঘটনার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল। টানা দু’মাস ধরে তা চলল। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাজা ঘোষণার দিন ঠিক হওয়ায় মামলার রায় নিয়ে কৌতূহল চরমে। আদালতের রায় কি হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।