Home খবর রাজ্য সিকিমে রেলপথ সম্প্রসারণে বড় পদক্ষেপ, ৭৫ কিমির সম্ভাব্য রুটের চূড়ান্ত সমীক্ষার অনুমোদন

সিকিমে রেলপথ সম্প্রসারণে বড় পদক্ষেপ, ৭৫ কিমির সম্ভাব্য রুটের চূড়ান্ত সমীক্ষার অনুমোদন

সিকিম

সিকিমে রেল সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় রেল মন্ত্রক। রাজ্যের মেলি থেকে ডেন্টাম পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের জন্য চূড়ান্ত অবস্থান সমীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railway) এই সমীক্ষা পরিচালনা করবে এবং এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২.২৫ কোটি টাকা।

রেল মন্ত্রকের শনিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রস্তাবিত রেলপথটি প্রায় ৭৫ কিমি দীর্ঘ হবে এবং এটি বর্তমানে নির্মাণাধীন সিভোক-রাঙপো রেললাইন প্রকল্পের কৌশলগত সম্প্রসারণ হিসেবে কাজ করবে। ২০২৭ সালের মধ্যে সিভোক-রাঙপো রুট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন রুটে মেলি, জোরেথাং, লেগশিপ হয়ে ডেন্টাম পর্যন্ত রেল সংযোগ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডেন্টাম চিওভাভাঞ্জিয়াং সীমান্তের কাছাকাছি অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী শহর, যা ভারত-নেপাল সীমান্তের সুরক্ষা ও উন্নয়নের দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ।

মেলি, যা দক্ষিণ ও পশ্চিম সিকিমের প্রবেশদ্বার হিসেবে পরিচিত, এই রেলপথের জংশন হিসাবে কাজ করবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে জাতীয় পরিবহণ ব্যবস্থার সঙ্গে সিকিমের অবিচ্ছিন্ন সংযোগ গড়ে উঠবে।

চূড়ান্ত অবস্থান সমীক্ষায় প্রযুক্তিগত দিক, রুটের নির্ধারণ, প্রকৌশল মান এবং সম্ভাব্য প্রকল্প ব্যয়ের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। শীঘ্রই সমীক্ষা চালানোর জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হবে।

এই রেল সংযোগের ফলে সিকিমের গ্যলসিং জেলা এবং সংলগ্ন অঞ্চলে পর্যটন, ব্যবসা ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, “এই প্রকল্প সিকিমের গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে ভারতের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে। ফলে উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version