কলকাতা: সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ দিন বিকেল ৪টে নাগাদ নবান্নের ১৪ তলায় সোজা চলে যান বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। জানা যায়, প্রায় ১৫ মিনিট ধরে কথা হয় দু’জনের।
এর আগে গত বছর এপ্রিলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সৌরভ। সূত্রের খবর, সৌরভকে এ দিন নবান্নে আসার জন্য বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তবে এ দিন দু’জনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা নিয়ে অবশ্য মুখ খোলেনি কোনো পক্ষই। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের এ দিনের রুদ্ধদ্বার বৈঠক নানা গুঞ্জনের জন্ম দিয়েছে।
নবান্নেরই একটি সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই নবান্নে এসেছিলেন সৌরভ। ইংরেজি নতুন বছরে সৌরভ এবং মুখ্যমন্ত্রীর কোনো সাক্ষাৎ হয়নি। তাই মুখ্যমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানাতেই নবান্নে আসেন সৌরভ। তাঁকে পাল্টা শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রীও। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।
সূত্রের খবর, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এ দিন। একটি মহলে জল্পনা, ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে নতুন স্টেডিয়াম করার জন্য জমি কিনছে সিএবি। রাজারহাটে সেই জমি পাওয়ার কথা সিএবি-র। এ দিনের বৈঠকে সিএবি-র স্টেডিয়ামের জন্য জমি সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে দু’জনের। অন্য একটি মহলে গুঞ্জন, তাহলে কি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে শাহরুখের বদলে বসানো হচ্ছে সৌরভকে? তবে পুরোটাই অনুমান।
আরও পড়ুন: পূরণ হতে চলেছে অরিজিৎ- এর প্রত্যাশা, হাসপাতাল গড়তে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর