কলকাতা: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই দেখা মিলছে না শীতের। শহর কলকাতায় ছাড়তে হয়েছে শীতের পোশাক। দিন ও রাতের তাপমাত্রায় সামান্য হেরফের বাদ দিলে শীতের আমেজ প্রায় উধাও। অন্য দিকে, প্রকৃতিও জানান দিচ্ছে বসন্তের আগমন।
এ বারের শীতের মরশুমে ঘন ঘন রং বদলেছে আবহাওয়া। কখনও তাপমাত্রা বেড়েছে, কখনও আবার এক ধাক্কায় কমে গিয়েছে দুই থেকে তিন ডিগ্রি। শেষ কয়েক দিন ধরেই স্বাভাবিকের থেকে বেশি শহরের তাপমাত্রা। ছবি: রাজীব বসু
ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার ২০ ডিগ্রির সেলসিয়াসের উপর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই গরমে নাজেহাল অবস্থা। ছবি: রাজীব বসু
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে বুধবারের (২০.৭ ডিগ্রি সেলসিয়াস) তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হলেও কমেছে। ছবি: রাজীব বসু
এ বারের সরস্বতী পুজোও কেটেছে প্রায় শীত-বিহীন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা উপরেই। পশ্চিমের কিছু জেলায় সকালে ও রাতে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। ছবি: রাজীব বসু
তবে ১৩-১৪ ফেব্রুয়ারি ফের রং বদলাবে তাপমাত্রা। পারদ নামতে পারে রাজ্যে। আগামী তিন-চার দিন ধরে বাংলায় তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে। ছবি: রাজীব বসু
হাওয়া অফিসের মতে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। তার পরই পাকাপাকি ভাবে শীতের বিদায়! প্রকৃতিও জানান দিচ্ছে সে কথাই। ছবি: রাজীব বসু
বিজ্ঞাপন