২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির পর চাকরি হারানো শিক্ষকদের একাংশ ফের সরব। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কলকাতার এসএসসি দফতরের সামনে শুরু হয়েছে লাগাতার অনশন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে যোগ্য চাকরিপ্রাপ্তদের তালিকা এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে।
এর পাশাপাশি বুধবার পুলিশের ভূমিকারও তীব্র নিন্দা করেছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান চলাকালীন ত্রিপল বিছানোর অনুমতিও দেওয়া হয়নি।
অনশনকারীদের পক্ষে জানানো হয়েছে, শুরুতে চার জন শিক্ষক এই অনশনে বসছেন। প্রথম অনশনকারী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে পঙ্কজ রায়ের। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা যতক্ষণ না তাঁদের দাবির সুষ্ঠু ও স্বচ্ছ সমাধান পাচ্ছেন, ততক্ষণ অনশন চালিয়ে যাবেন।
পুলিশি আচরণে ক্ষুব্ধ চাকরিহারা শিক্ষকরা
বুধবার থেকেই দফতরের সামনে অবস্থান শুরু করেছিলেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, রাজ্য প্রশাসন শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে। এমনকি রাতভর অবস্থান চললেও মাথার উপর ত্রিপল টানার অনুমতি পর্যন্ত মেলেনি।
এক আন্দোলনকারী বলেন, “চেয়ারম্যান বলেছেন যোগ্যদের চালিকা প্রকাশ করা হবে। কিন্তু কবে? মিরর ইমেজ তো অনলাইনেই রয়েছে। তাহলে দেরি কেন? আমরা স্পষ্টভাবে বলছি, তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা সরব না।”
আত্মত্যাগের জন্য প্রস্তুত আন্দোলনকারীরা
‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’ মঞ্চের নেতা সুমন বিশ্বাস জানান, “আমরা আগেই বলেছি, আত্মত্যাগের জন্য প্রস্তুত। তাই লাগাতার অনশন শুরু করলাম। এই আন্দোলনে আপনাদের সকলের সহযোগিতা চাই।”
উল্লেখ্য, বুধবার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এসএসসি দফতরে গিয়েছিলেন তিনিও। তাঁরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য সাংবাদিক বৈঠকের মাধ্যমে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। রাজ্য সরকার এবং এসএসসি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us