নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ইডির তলব চ্যালেঞ্জ করে করা আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। এর আগে, এই মামলায় অভিষেক এবং রুজিরাকে একাধিকবার দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁদের দাবি ছিল, কলকাতায় তাঁদের জিজ্ঞাসাবাদ করলে নিরাপত্তার সমস্যা হতে পারে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তলবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং দাবি করেন যে, ইডি তদন্তের নামে তাঁদের পরিবারকে বারবার হেনস্তা করছে। তিনি আরও বলেন, তথাকথিত দুর্নীতির ক্ষেত্র পশ্চিমবঙ্গ হওয়া সত্ত্বেও কেন তাঁদের দিল্লিতে ডাকা হচ্ছে, যেখানে তাঁরা কলকাতার স্থায়ী বাসিন্দা। বিশেষত, ছোট দুই সন্তান থাকা সত্ত্বেও তাঁদের মাকে এত দূরে ডাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।
ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ
সুপ্রিম কোর্টে শুনানির সময় বিচারপতির বেঞ্চ অভিষেকের এই আর্জি খারিজ করে দেয় এবং জানায় যে, ইডি তাঁদের তলব করার ক্ষেত্রে বৈধ অধিকার রাখে। এর আগে, অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট অভিষেক ও রুজিরাকে সাময়িক স্বস্তি দিয়েছিল, কিন্তু চূড়ান্ত রায়ে তাঁদের আবেদন খারিজ করা হয়েছে।
এই মামলায় অভিষেকের পক্ষ থেকে প্রবীণ কৌঁসুলি কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি এবং গোপাল শঙ্করনারায়ণ আদালতে সওয়াল করেন। অন্যদিকে, ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু এবং আইনজীবী জোহেব হোসেন উপস্থিত ছিলেন।