Home খবর রাজ্য উপনির্বাচনে ভরাডুবি বিজেপির, ৪ আসনেই জয়ী তৃণমূল

উপনির্বাচনে ভরাডুবি বিজেপির, ৪ আসনেই জয়ী তৃণমূল

0

জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল কর্মী-সমর্থকেরা। ছবি: রাজীব বসু

আরও কমল বিজেপির বিধায়ক সংখ্যা। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শূন্য হাতেই ফিরতে হল গেরুয়া শিবিরকে। চার কেন্দ্রেই জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। উল্লেখযোগ্য ভাবে, ২০২১-এর ফলাফলে শুধুমাত্র মানিকতলায় জিতেছিল তৃণমূল। বাকি তিনটিতেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। এ বার চারটি আসনই নিজেদের দখলে নিল রাজ্যের শাসক দল।

বাগদা

তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর পেয়েছেন ১০৭৫৭৭টি ভোট, বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস পেয়েছেন ৭৪১০৯টি ভোট। ৩৩,৪৬৮ ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা।

মানিকতলা

মানিকতলায় ৬২ হাজারের বেশি ভোটে জিতেছে তৃণমূল। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ওই কেন্দ্রের বিধায়ক হতে চলেছেন। তৃণমূলের জয়ের ব্যবধান ৬২,৩১২।

রানাঘাট দক্ষিণ

রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর জয়ের ব্যবধান ৩৯,০৪৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ কুমার বিশ্বাস।

রায়গঞ্জ

এই প্রথমবার রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হল তৃণমূল। জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে ফেরার পর টিকিট পান লোকসভা ভোটে। তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। এবার বিধানসভায় জিতলেন বড় ব্যবধানে।

আরও পড়ুন: ব্যক্তিগত ঋণের সুদের হার: এই ৫টি ব্যাঙ্ক সর্বনিম্ন হারে ঋণ দিচ্ছে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version