Home খবর রাজ্য কলকাতায় বিজেপি-র পার্টি অফিস খাঁ খাঁ, বাইরে যথারীতি পুলিশি প্রহরা

কলকাতায় বিজেপি-র পার্টি অফিস খাঁ খাঁ, বাইরে যথারীতি পুলিশি প্রহরা

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘চারশো পার’-এর স্বপ্ন চুরমার। বাংলায় যা ছিল, সেটাও ধরে রাখতে পারল না বিজেপি। এর চেয়ে বড় ধাক্কা আর কী-ইবা হতে পারে!

রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী/এগিয়ে ২৯টি আসনে। বিজেপি পেতে পারে ১২টি এবং কংগ্রেস ১টি আসন। রাজ্যের দুই বিধানসভা বরানগর এবং ভগবানগোলাতেও তৃণমূলের জয়জয়কার। ও দিকে, সর্বভারতীয় স্তরেও এনডিএ জোটের ফলাফল মোটের উপর সন্তুষ্ট হওয়ার মতো হলেও প্রত্যাশাপূরণ হয়নি বিজেপি-র। সবমিলিয়ে একপ্রকার অস্বস্তি দেখা দিয়েছে গেরুয়া শিবিরে।

মঙ্গলবার ভোটগণনার শুরুর দিকে বাংলা তথা ভারতে বিপুল সংখ্যক আসনে এগিয়ে যায় বিজেপি। তবে পরক্ষণেই খেলা ঘুরে যায়। দেশে এ বার কংগ্রেস-সহ বিরোধীদের জোট ইন্ডিয়া মোটের উপর ভালো ফল করছে। এ দিকে বাংলাতেও সবুজে সবুজে ফল তৃণমূলের।

এ দিন সকালের দিকে উত্তর কলকাতার মুরলিধর সেন লেন বিজেপি পার্টি অফিস দলের নেতাকর্মীদের ভিড়ে গমগম করলেও বেলা বাড়ার সঙ্গে তা হালকা হতে শুরু করে। এক সময় কার্যত ফাঁকা হয়ে যায় বিজেপির পার্টি অফিস। তবে, বাইরে পুলিশি প্রহরা রয়েছে যথারীতি।

ছবি: রাজীব বসু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version