রাজ্যে যাত্রীবাহী গাড়ির কর পরিশোধে চালু হল নতুন নিয়ম। রাজ্য পরিবহণ দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এ বার থেকে কর দেওয়ার সময় পারমিট থাকা বাধ্যতামূলক।
যাঁদের পারমিট এখনও ‘ডিজিটাইজ়’ হয়নি, তাঁদের পারমিটের স্ক্যান কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাহনের সমস্ত তথ্য এখন থেকে ‘বাহন’ পোর্টাল মারফত অনলাইনে আপলোড করতে হবে। কর পরিশোধের সময় সেই পারমিটের তথ্য থাকলেই কর গ্রহণ করা হবে বলে জানিয়েছে পরিবহণ দফতর।
নতুন পারমিটের ক্ষেত্রে বড় পরিবর্তন
- নতুন পারমিট পেতে হলে অনলাইনেই আবেদন বাধ্যতামূলক।
- আবেদনের দিন অর্থাৎ পেমেন্ট করার দিনটিকেই ‘আবেদনের তারিখ’ হিসেবে ধরা হবে।
- আগে আবেদনকারী আগে পাবেন ভিত্তিতে পারমিট দেওয়া হবে।
- বাস বা অটোর নির্দিষ্ট রুটের জন্য পারমিট চাওয়ার ক্ষেত্রে, খালি শূন্যস্থান দেখে ‘অফার লেটার’ দেওয়া হবে।
- অফার লেটারের মেয়াদ ছ’মাস, এই সময়ের মধ্যে গাড়ি নথিভুক্ত না হলে অফার বাতিল।
- পারমিটের মেয়াদ ফুরানোর ছয় মাসের মধ্যে নবীকরণ না করলে সেটি বাতিল বলে গণ্য হবে।
গাড়ি বিক্রির ক্ষেত্রেও নতুন নিয়ম
- পারমিটওয়ালা গাড়ি বিক্রি করতে গেলে হলফনামা জমা দিতে হবে।
- ক্রেতারও রাজ্যের পারমিট থাকতে হবে।
- একবার পারমিট পেলে এক বছরের মধ্যে রুট বদলের আবেদন করা যাবে না।
এই নিয়ম কার্যকর হওয়ার পর রাজ্যের সমস্ত যানবাহন মালিকদের উদ্দেশে পরিবহণ দফতরের পরামর্শ, দ্রুত নিজেদের গাড়ির পারমিটের ডিজিটাল প্রতিলিপি ‘বাহন’ পোর্টালে আপলোড করুন, যাতে পরবর্তী সময়ে কর দেওয়া বা নথিভুক্তিকরণে কোনও সমস্যায় না পড়তে হয়।