Home শিল্প-বাণিজ্য রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য,...

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

Mamata Banerjee At the inauguration ceremony of ‘Shilpanna’,

রাজ্যের প্রতিটি জেলায় আধুনিক শপিং মল গড়ে তোলার উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্প কেন্দ্র ‘শিল্পান্ন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ২৩টি জেলার সদর শহরে একটি করে শপিং মল তৈরি করবে রাজ্য সরকার।

এই উদ্যোগে রাজ্য সরকারই জমির বন্দোবস্ত করবে এবং প্রতি শপিং মলের জন্য মাত্র এক টাকায় জমি দেওয়া হবে। তবে, শর্তসাপেক্ষে।

দু’টি ফ্লোর রাজ্যের জন্য বাধ্যতামূলক

মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, যারা এই শপিং মল তৈরি করবেন, তাঁদের বাধ্যতামূলক ভাবে দুটি ফ্লোর রাজ্য সরকারের জন্য রাখতে হবে। সেই ফ্লোরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের তৈরি হস্তশিল্প ও অন্যান্য পণ্যের বিক্রির সুযোগ পাবেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, “জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব। যারা বানাবে, তাদের একটাই শর্ত— দুটো ফ্লোর আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল, কফি হাউস, যা খুশি করুন।”

তিনি আরও বলেন, “শপিং মল আপনারা ছ’তলা, সাততলা, আটতলা যাই বানান, আমার দেখার দরকার নেই, কিন্তু দুটো ফ্লোর চাই আমাদের মেয়েদের জন্য।”

‘শিল্পান্ন’ উদ্বোধনে শিল্পোন্নয়নের বার্তা

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন রাজ্যের নতুন চর্ম ও কুটির শিল্পকেন্দ্র ‘শিল্পান্ন’। আলিপুরে এই কেন্দ্রে ৪৬টি স্টল থাকবে, যার মধ্যে শাড়ি ও চামড়ার জিনিসের দোকান বিশেষ আকর্ষণ।

তিনি জানান, “চর্মশিল্পে বাংলা আজ সারা দেশে এক নম্বরে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রেও বাংলা এগিয়ে রয়েছে। রাজ্যে ইতিমধ্যেই ৬৬০টি MSME ক্লাস্টার তৈরি হয়েছে।”

এই নতুন শিল্পকেন্দ্র এবং জেলাভিত্তিক শপিং মলের পরিকল্পনা রাজ্যে হস্তশিল্প, স্বনির্ভরগোষ্ঠী এবং ক্ষুদ্র শিল্পকে নতুনভাবে উৎসাহ দেবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন: কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version