Home খবর রাজ্য রাজ্যে অস্তিত্বহীন ৮ অস্বীকৃত রাজনৈতিক দলকে শোকজ করতে চলেছে নির্বাচন কমিশন

রাজ্যে অস্তিত্বহীন ৮ অস্বীকৃত রাজনৈতিক দলকে শোকজ করতে চলেছে নির্বাচন কমিশন

election commission office show cause notice on image

রাজ্যে রেজিস্টার্ড হলেও কার্যত অদৃশ্য অস্বীকৃত রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে মোট ৮টি রাজনৈতিক দলকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে দিল্লি থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নির্দেশিকা পৌঁছেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে এই দলগুলির বাস্তবিক অস্তিত্ব নিয়ে তদন্ত চালাচ্ছিল কমিশন। কিন্তু দেখা যায়, এই দলগুলি দীর্ঘদিন কোনও নির্বাচনেই অংশগ্রহণ করেনি। এমনকি ২০১৯ সালের লোকসভা নির্বাচন বা তার পরবর্তী কোনও নির্বাচনে এদের কোনও কার্যকলাপ চোখে পড়েনি।

কমিশনের তরফে একাধিকবার এই দলগুলির রেজিস্টার্ড অফিস, ঠিকানা এবং ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি। ফলে সন্দেহ দানা বাঁধে এই দলগুলির অস্তিত্ব নিয়েই।

যে ৮টি রাজনৈতিক দলকে শোকজ করতে চলেছে কমিশন, সেগুলি হল—

  1. অল ইন্ডিয়া তফসিলি ইউনাইটেড পার্টি
  2. বঞ্চিত স্বরাজ পার্টি
  3. বাংলা বিকাশবাদী কংগ্রেস
  4. ডেমোক্র্যাটিক সোশালিস্ট পার্টি (প্রবোধচন্দ্র)
  5. ইন্ডিয়ান ডেমোক্র্যাটিক কংগ্রেস
  6. ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক
  7. মূল নিবাসী পার্টি অব ইন্ডিয়া

নির্বাচন কমিশনের নির্দেশ, অবিলম্বে এই দলগুলিকে শোকজের নোটিস পাঠাতে হবে। কারণ জানতে চাওয়া হয়েছে— কেন তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে না। যদি যথাযথ জবাব না আসে, তাহলে কমিশনের পরবর্তী পদক্ষেপ হতে পারে দলগুলির নাম রেজিস্টার্ড রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দেওয়া।

কমিশন সূত্রের খবর, এটাই প্রথম ধাপ। ভবিষ্যতে আরও বেশ কিছু অস্বীকৃত রাজনৈতিক দলের বিরুদ্ধেও এমনই পদক্ষেপ নেওয়া হতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version