বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত। ইতিমধ্যেই একটি নিম্নচাপ ওড়িশার দিকে সরেছে। আর এবার নতুন করে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামীকাল রবিবার, ২৯ জুন দক্ষিণ ২৪ পরগনা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে।
এর প্রভাব পড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গে। আগামী অন্তত ৩-৪ দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এমনকি কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ ঘনীভূত হলে সোমবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে জল জমা, নদী ফুলে ওঠা বা নিম্নাঞ্চলে জলমগ্নতার পরিস্থিতি তৈরি হতে পারে।
পর্যটকদেরও অতি জরুরি কাজ না থাকলে এই সময় সমুদ্রের ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে নজর রাখুন খবর অনলাইনে