Home খবর রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা, উৎসবের আগেই মিলবে টাকা

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা, উৎসবের আগেই মিলবে টাকা

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। নবান্নের ঘোষণা অনুযায়ী, চলতি অর্থবর্ষে যেসব সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে, তাঁরা ‘অ্যাড হক’ বোনাস পাবেন। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই কর্মচারীরা ৬,৮০০ টাকা বোনাস পাবেন। একইসঙ্গে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন।

কাদের জন্য এই বোনাস?

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে—
যেসব কর্মচারীর মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে, তাঁরা এই বোনাসের যোগ্য।
২০২৪-২৫ অর্থবর্ষে টানা ছ’মাস কাজ করা কর্মীরা এই বোনাস পাবেন।
২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে যাঁদের বেতন ৪৪ হাজারের মধ্যে থাকবে, তাঁরাও এই সুবিধা পাবেন।
২০২৪-২৫ অর্থবর্ষে যাঁরা অন্তত ১২০ দিন কাজ করেছেন, সেই অস্থায়ী কর্মীরাও বোনাসের অন্তর্ভুক্ত।

পাশাপাশি, যেসব পেনশনভোগীর মাসিক পেনশন ৩৮ হাজার টাকার মধ্যে, তাঁরা ৩,৫০০ টাকা বোনাস পাবেন। যাঁরা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের আগে অবসর নিয়েছেন অথবা ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে অবসর নেবেন, তাঁরা এই সুবিধার আওতায় আসবেন। যদি কোনও পেনশনভোগীর মৃত্যু হয়, তাহলে তাঁর স্ত্রীও এই সুবিধা পাবেন।

উৎসবের মরসুমে বিশেষ অগ্রিম ঋণের সুবিধা

যেসব কর্মচারীর বেতন ৪৪ হাজার টাকার সীমা অতিক্রম করে ৫২ হাজার টাকার মধ্যে থাকবে, তাঁদের জন্য রাজ্য সরকার বিশেষ অগ্রিম ঋণের ব্যবস্থা করেছে। এই কর্মীরা ২০ হাজার টাকা পর্যন্ত উৎসবের মরসুমে অগ্রিম নিতে পারবেন, যা ১০ মাসের কিস্তিতে শোধ করতে হবে। এই ঋণের জন্য কোনও সুদ দিতে হবে না। তবে ২০২৫ সালের ১ নভেম্বরের আগে অবসর গ্রহণকারীরা এই ঋণ সুবিধা পাবেন না।

বিভিন্ন প্রতিক্রিয়া

সরকারি কর্মীদের জন্য ঘোষিত এই বোনাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সংবাদমাধ্যকে বলেন, ‘‘এই বোনাস মূলত জুনিয়র কর্মচারীরা পাবেন। অধিকাংশ শিক্ষক ও শিক্ষাকর্মী এতে উপকৃত হবেন না।’’

তবে শাসকদলের কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, ‘‘৫০ হাজার টাকার নীচে যাঁদের বেতন, তাঁরা বোনাস পাবেন। মুখ্যমন্ত্রী প্রান্তিক কর্মীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।’’

নবান্নের এই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসবের আগে বড়সড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version