দেশের সর্বোচ্চ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। এসবিআইয়ের অ্যাকাউন্টধারীরা অনেকেই ব্যাঙ্কিংয়ের কাজকর্ম ও আর্থিক লেনদেনের প্রয়োজনে SBI মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ YONO SBI ব্যবহার করে থাকেন। আসলে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শিগগিরই অ্যান্ড্রয়েড ১১ এবং তার পুরানো অ্যান্ড্রয়েড ভার্সন চালিত স্মার্টফোন এবং ট্যাবলেটে তাদের ব্যাঙ্কিং অ্যাপ YONO SBI এর সাপোর্ট বন্ধ করতে চলেছে।
এসবিআই এর তরফে বলা হয়েছে, আরও ভাল সুরক্ষা এবং অ্যাপের কর্মক্ষমতা বাড়াতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে পুরানো অপারেটিং সিস্টেমগুলি ব্যবহারকারীদের আর্থিক তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে ভরসাযোগ্য নয়। তাই পুরানো অ্যান্ড্রয়েড ভার্সনে ইয়েনো এসবিআই অ্যাপের সাপোর্ট বন্ধ করে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে স্টেট ব্যাঙ্ক।
এখনও পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে YONO SBI অ্যাপ ১০ কোটির বেশিবার ডাউনলোড হয়েছে। এটি ২৬ লাখ রিভিউ সহ ৪.২ রেটিং ধরে রেখেছে।