কলকাতা: রাজ্য জুড়ে তৃণমূলের জয়জয়কার। ত্রিস্তর পঞ্চায়েত সর্বত্রই জোড়াফুলের দাপট। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ, সবেতেই শাসকদলের প্রার্থীদের বাজিমাত।
মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতের ফলাফল থেকেই আন্দাজ করা যাচ্ছিল জেলা পরিষদে ফল কী হতে পারে। সকাল হতে সেই ছবিই স্পষ্ট হয়ে গেল।
জেলা পরিষদে মোট আসন ৯২৮টি। তবে জেলা পরিষদের ৯১২টি আসনে গণনা হয়েছে। কারণ ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। এক নজরে দেখে নেওয়া যাক, জেলা পরিষদে কোন দল কত আসনে জয়ী/এগিয়ে-
কোচবিহার: তৃণমূল- ৩২, বিজেপি-২, বাম-০, কংগ্রেস-০
আলিপুরদুয়ার: তৃণমূল- ১৮, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-০
জলপাইগুড়ি: তৃণমূল- ২৪, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-০
উত্তর দিনাজপুর: তৃণমূল- ২২, বিজেপি-৩, বাম-১, কংগ্রেস-০
দক্ষিণ দিনাজপুর: তৃণমূল- ২১, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-০
মালদহ: তৃণমূল- ৩৫, বিজেপি-৫, বাম-০, কংগ্রেস-৫
মুর্শিদাবাদ: তৃণমূল- ৫২, বিজেপি-১, বাম-২, কংগ্রেস-৮
নদিয়া: তৃণমূল- ৪৩, বিজেপি-৭, বাম-০, কংগ্রেস-০
উত্তর ২৪ পরগনা: তৃণমূল- ৬৬, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-০
দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল- ৮৪, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-০, আইএসএফ/অন্যান্য- ১
হুগলি: তৃণমূল- ৫১, বিজেপি-২, বাম-০, কংগ্রেস-০
হাওড়া: তৃণমূল- ৩৯, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-০
পূর্ব মেদিনীপুর: তৃণমূল- ৪৫, বিজেপি-৬, বাম-০, কংগ্রেস-০
পশ্চিম মেদিনীপুর: তৃণমূল- ৬০, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-০
ঝাড়গ্রাম: তৃণমূল- ১৯, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-০
পুরুলিয়া: তৃণমূল- ৪২, বিজেপি-২, বাম-০, কংগ্রেস-০, অন্যান্য- ১
বাঁকুড়া: তৃণমূল- ৫৫, বিজেপি-১, বাম-০, কংগ্রেস-০
পূর্ব বর্ধমান: তৃণমূল- ৬০, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-০
পশ্চিম বর্ধমান: তৃণমূল- ১৮, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-০
বীরভূম: তৃণমূল- ৫১, বিজেপি-০, বাম-০, কংগ্রেস-১
আরও পড়ুন: পঞ্চায়েতে একাধিপত্য তৃণমূলের, অনেকটা দূরে দ্বিতীয় স্থানে বিজেপি