কলকাতা: আবারও তাপপ্রবাহের সর্তকতা আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা। আজ এবং আগামীকাল কলকাতাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতির পূর্বাভাস হাওয়া অফিসের।
গত কয়েক দিন ধরে গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস, তাপপ্রবাহ চলবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। শুক্রবারে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার ও রবিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
রাজ্যের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১ থেকে ২ ডিগ্রি বেড়ে ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। একাধিক জায়গায় যা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্যও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ হতে পারে। বৃহস্পতিবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শুক্রবার তাপপ্রবাহ হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো কয়েকটি জেলায়। ১৩ তারিখ শনিবারের আগে বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে।
আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় ‘মোকা’র পরোক্ষ প্রভাব পড়বে এরাজ্যে। বাংলার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর ৷