খবর অনলাইনডেস্ক: আগামী দু’তিন দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রায় বড়ো পতনের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ফলত নির্ধারিত সময়ের আগেই জোরালো ঠান্ডা পড়ে যাবে দক্ষিণবঙ্গে। যদিও এরই মধ্যে একদিন সামান্য বৃষ্টিরও ইঙ্গিত রয়েছে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে আঘাত হানা ঘূর্ণিঝড় ফেনজলের কারণে গত সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের নানা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। সেই বৃষ্টির মেঘ কাটার পর ধীরে ধীরে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। ফলত, বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে কমছে। পূর্বাভাস, আগামী দু’তিন দিনে তাপমাত্রা আরও কমবে। এমনকি সব কিছু ঠিকঠাক চললে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। সাধারণত, ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতার তাপমাত্রা এই পর্যায়ে নামে না। কিন্তু এ বার সেটা হতে পারে।
যদিও প্রথম দফায় পারদপতনের পর ফের পারদ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহের শেষে। ফের আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার পর ফের শীতের দাপট বাড়বে। দ্বিতীয় দফার এই শীতে আগামী সপ্তাহে পারদ আরও দ্রুততার সঙ্গে কমবে বলে মনে করা হচ্ছে।
পৌষ মাস পড়ার আগেই কলকাতার পারদ ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমাঞ্চলের পারদ দশ ডিগ্রি সেলসিয়াসে নীচে নেমে যেতে পারে। অন্য দিকে, আগামী ক’ দিনে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।