Home নাটক দমদমের ‘থিয়েএপেক্স’-এ ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নাট্য উৎসব ‘ডেলিনিয়েটর দেবাশিস’  

দমদমের ‘থিয়েএপেক্স’-এ ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নাট্য উৎসব ‘ডেলিনিয়েটর দেবাশিস’  

0
সাংবাদিক সম্মেলনে নাট্য উৎসবের ঘোষণা। রয়েছেন দেবাশিস বসু (বাঁদিক থেকে দ্বিতীয়) সহ অন্যান্য নাট্যজন।

অজন্তা চৌধুরী

অভিনেতা, নাট্যকার, নির্দেশক দেবাশিস দত্তের থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়া সেই ছাত্রজীবনেই। নব্বইয়ের দশক থেকে সিরিয়াস থিয়েটারচর্চা এবং ১৯৯৮-এ প্রতিষ্ঠা নিজের নাট্যদল ‘ইফটা’র (ইনস্টিটিউট অফ ফ্যাকচুয়াল থিয়েটার আর্টস)। বিগত তিন দশকে নিজের দল (ইফটা) ছাড়াও নির্দেশনা দিয়েছেন দশটিরও বেশি নাট্যদলে, নির্দেশনা দিয়েছেন রাজ্যের বাইরেও।

শুধু নাট্যচর্চাই নয়, ডিজাইনার হিসেবেও দেবাশিসবাবু কাজ করেছেন সতীশ আনন্দ, ভাস্কর মহাপাত্র, নীরজ কুন্দের মতো বর্হিরাজ্যের খ্যাতনামা পরিচালকদের সঙ্গে। নিজের দল ‘ইফটা’-র নাটক নিয়ে গিয়েছেন দেশ-বিদেশের বহু উৎসবে। উল্লেখযোগ্য প্রযোজনা, ‘ফোর্থ বেল’, ‘দ্য ওয়াটারফল’, ‘কমরেড তবু মনে রেখো’, ‘ভাঙা সম্পর্কের জাদুঘর’ ইত্যাদি। প্রশিক্ষক হিসেবে দেবাশিস দত্ত কাজ করছেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র-সহ সরকারি, বেসরকারি বহু প্রতিষ্ঠানে। অভিনেতা হিসেবে নিয়মিত কাজ করে চলেছেন বহু দলে।

নিজেদের নাট্যদলের নিয়মিত অভিনয়ের জন্য একটা স্থায়ী মঞ্চের তাগিদ থেকে দেবাশিসবাবু তৈরি করেছেন ‘থিয়েএপেক্স’। ২০২০ সালের ৫ অক্টোবর যার পথ চলা শুরু হয়। দমদম নাগেরবাজারে ডায়মন্ড প্লাজার কাছে এই পারফরমেন্স স্পেস ‘থিয়েএপেক্স’। এখানে রয়েছে অডিটোরিয়াম, একটি ব্ল্যাকবক্স, আর্টিস্টদের জন্য গেস্টরুম-সহ একটি কমপ্লিট এক্সপেরিমেন্টাল পারফরম্যান্স স্পেস। তবে এখন আর এই মঞ্চটি শুধুমাত্র ‘ইফটা’র নয়, বাংলা এবং বাংলার বাইরের বহু নাট্যদল এই মঞ্চে এখন নিয়মিত অভিনয় করে। নাট্যাভিনয়, নাচ বা গানের অনুষ্ঠান ছাড়াও এখানে স্ট্যান্ডআপ কমেডি থেকে শুরু করে ফিল্ম স্ক্রিনিং-সহ সব অনুষ্ঠানই নিয়মিত হয়ে থাকে।

এই ‘থিয়েএপেক্স’ অডিটোরিয়ামে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘ডেলিনিয়েটর দেবাশিস’ (Delineator Debasish) শিরোনামে একটি নাট্য উৎসব। ৬ সেপ্টেম্বর ‘থিয়েএপেক্স’ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানা গেল। উপস্থিত ছিলেন ‘মাল্যবান’ নাটকের নির্দেশক সুদীপ্ত ভুঁইয়া, ‘কালিম্পং ইন’ নাটকের নির্দেশক কলিকা মজুমদার, ‘ইফটা’র ‘অসুখ’ নাটকের নির্দেশক প্রসেনজিৎ ভট্টাচার্য এবং এই তিন নাটকের মূল অভিনেতা দেবাশিস দত্ত। সাত দিনব্যাপী এই নাট্যোৎসবে দেবাশিস দত্ত অভিনীত এবং নির্দেশিত সাতটি দলের  সাতটি নাটক অভিনীত হবে। শুধুমাত্র কলকাতা নয়, জেলার দলের উপস্থিতিও থাকবে এই উৎসবে। উৎসবের উদ্বোধক বিশিষ্ট নাট্যজন বিভাস চক্রবর্তী।

২৩ সেপ্টেম্বর সোমবার ‘মহামায়াতলা ব্যাকস্টেজ’-এর নতুন প্রযোজনা ‘কর্পোরেট কিসসা’ নাটকটি দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর একে একে প্রতিদিন অভিনীত হবে ‘মালদা শিল্পী সংসদ’-এর ‘কাঞ্চনরঙ্গ’, ‘দমদম চক্রবাক’-এর ‘কাজুবাদাম’, ‘ধানসিঁড়ি’র ‘কালিম্পং ইন’, ‘বিষাণ একটি নাট্য সংস্থা’র ‘রাজরক্ত’ এবং ‘ক্যানডিড থিয়েটার’-এর ‘মাল্যবান’। শেষদিন অভিনীত হবে ‘ইফটা’-র নতুন নাটক ‘প্রলাপ’। এই উৎসবে নাট্যাভিনয়ের সঙ্গে থাকবে আলোচনাচক্র। এতে যোগ দেবেন মনীশ মিত্র, অরূপ রায়, সলিল সরকার, রঞ্জন গঙ্গোপাধ্যায়, ভর্গোনাথ ভট্টাচার্য-সহ আরও কয়েকজন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version