Home বিজ্ঞান ইসরোর নতুন প্রধান ভি নারায়ণ, দায়িত্ব নেবেন ১৪ জানুয়ারি

ইসরোর নতুন প্রধান ভি নারায়ণ, দায়িত্ব নেবেন ১৪ জানুয়ারি

ইসরোর নতুন প্রধান ভি নারায়ণ
ইসরোর নতুন প্রধান ভি নারায়ণ, ছবি সৌজন্যে দ্য হিন্দু

দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে ভি নারায়ণের নাম ঘোষণা করেছে কেন্দ্র। আগামী ১৪ জানুয়ারি বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। নতুন চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি ভি নারায়ণ স্পেস বিভাগের সেক্রেটারির পদেও কাজ করবেন।

ইসরোর ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী ভি নারায়ণ

দায়িত্ব গ্রহণের আগে ভি নারায়ণ বলেন, “ভারতের মহাকাশ গবেষণার জন্য আমাদের কাছে সুস্পষ্ট রোডম্যাপ রয়েছে। দক্ষ ও প্রতিভাবান কর্মীদের সঙ্গে এই সংস্থাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করছি।”

ভি নারায়ণের পরিচিতি

তামিলনাড়ুতে জন্ম ও বেড়ে ওঠা ভি নারায়ণ খড়্গপুরের আইআইটি থেকে ক্রাইজেনিক ইঞ্জিনিয়ারিং-এ এম.টেক করেছেন এবং অ্যারোস্পেসে পিএইচডি অর্জন করেছেন। এম.টেক-এ প্রথম স্থান অর্জনের জন্য রুপোর পদক পান তিনি।

১৯৮৪ সালে ইসরোতে যোগ দেওয়ার পর তিনি মহাকাশযান উৎক্ষেপণের প্রপালশন প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষত ক্রাইজেনিক ইঞ্জিন তৈরিতে তাঁর ভূমিকা প্রশংসিত। ২০১৮ সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হন এবং বর্তমানে গগনযান প্রকল্পের এইচআরসিবি-র চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইসরোর ভবিষ্যৎ কর্মসূচি

ভি নারায়ণের নেতৃত্বে ইসরো গগনযান মিশনসহ একাধিক গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পে কাজ করবে। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্বে ভারতের মহাকাশ গবেষণা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ভি নারায়ণের এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। তাঁর অভিজ্ঞতা এবং প্রতিভা ইসরোকে নতুন দিশা দেখাবে বলে বিশ্বাস করছে দেশবাসী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version