Home বিজ্ঞান ১৫ আগস্ট কৃত্রিম উপগ্রহকে মহাকাশে উৎক্ষেপণ করবে ইসরো

১৫ আগস্ট কৃত্রিম উপগ্রহকে মহাকাশে উৎক্ষেপণ করবে ইসরো

0

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সাফল্যের মুকুটে যোগ হতে চলেছে নয়া পালক। আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিনই নতুন আর্থ অবজারভেশন স্যাটেলাইট (EOS-08) উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে ইসরো। ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ বা এসএসএলভি-ডি৩ রকেটে চাপিয়ে মহাকাশে পাঠানো হবে এই কৃত্রিম উপগ্রহ।

কৃত্রিম উপগ্রহর আসল লক্ষ্য হল ভবিষ্যতে মাইক্রোস্যাটেলাইট তৈরি করা ও মাইক্রোস্যাটেলাইটের জন্য উপযোগী পেলোড বহন করা। মাইক্রোস্যাট/আইএমএস-১ বাসের সাহায্যে নির্মিত কৃত্রিম উপগ্রহ ইওএস-০৮। এটি ৩টি পেলোড বহন করে মহাকাশে নিয়ে যাবে। এরমধ্যে একটা হল ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড পেলোড। এটি নজরদারি, বিপর্যয়ের আগাম সতর্কসংকেত, আবহাওয়ার পূর্বাভাস, কোথাও আগুন লাগলে, অগ্নুৎপাত হলে, কলকারখানায় বিপর্যয় হলে তার সঠিক সময়োপযোগী তথ্য দিতে পারবে।

এছাড়াও গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম রিফ্লেক্টোমেট্রি পেলোড বহন করে মহাকাশে নিয়ে যাবে ইসরোর নতুন কৃত্রিম উপগ্রহ। এই রিমোট সেন্সিং পেলোডের সাহায্যে সমুদ্রের জলস্তরের ওপরের বায়ু চলাচল, মাটির আর্দ্রতা, বন্যার আগাম সতর্কসংকেত পাওয়া যাবে। ক্ষতিকর সূর্যের অতি বেগুনি রশ্মি আর গামা রেডিয়েশন সম্পর্কে সতর্ক করবে এসআইসি ইউভি ডজিমিটার পেলোড। 

কৃত্রিম উপগ্রহর ওজন ১৭৫.৫ কেজি।এটি আগামী এক বছর গোলাকার লো আর্থ অরবিটে চক্কর কাটবে বলে ইসরো সূত্রে খবর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version