Home বিজ্ঞান বিশ্বের প্রথম কাঠের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ জাপানের

বিশ্বের প্রথম কাঠের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ জাপানের

0
কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ লিঙ্গোসাত। ছবি সৌজন্যে কিয়োটো বিশ্ববিদ্যালয়।

মহাকাশ বিজ্ঞানের জগতে নতুন নজির গড়ল ‘সূর্যোদয়ের দেশ’ জাপান। বিশ্বে প্রথম বার স্পেসএক্স রকেটে চাপিয়ে সম্পূর্ণ কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে জাপান। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রিসাপ্লাই মিশনে অংশ নেবে ওই জাপানি কৃত্রিম উপগ্রহ।

জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে, মহাকাশ থেকে যখন মহাকাশাভিযান সেরে মহাকাশযান পৃথিবীতে ফেরে তখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলেই ধাতব জিনিস নষ্ট হয়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ে। অনেক সময় তা ভালো ভাবে নষ্ট না হওয়ায় পরিবেশ দূষিত হয়। কিন্তু কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ যখন পৃথিবীতে ফিরবে তখন বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গে আগুন ধরে গিয়ে পুরো পুড়ে যাবে। অবশিষ্টাংশ থাকবে না, পরিবেশ দূষিত হবে না। 

বাক্সের আকারের কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম লিঙ্গোসাত (LingoSat)। প্রতিটি সাইডের মাপ ১০ ইঞ্চি করে। ম্যাগনোলিয়া কাঠের তৈরি এই কৃত্রিম উপগ্রহ। বিশেষ ভাবে তৈরি এই পরিবেশবান্ধব কৃত্রিম উপগ্রহ মহাকাশের রেডিয়েশন ও তাপ সহ্য করতে পারে। প্রাচীন জাপানি পদ্ধতিতে তৈরি হয়েছে জাপানি কৃত্রিম উপগ্রহ। ৬ মাস এটি কক্ষপথে ঘুরে ঘুরে কাজ করবে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের স্পেসিওলজি সেন্টার জানিয়েছে, গত সোমবার আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চাপিয়ে মহাকাশে পাঠানো হয় ওই লিঙ্গোসাত কৃত্রিম উপগ্রহকে। মোট ৬ হাজার পাউন্ড ওজনের বিভিন্ন সামগ্রী নিয়ে মহাকাশে গিয়েছে জাপানি কৃত্রিম উপগ্রহ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version