Home বিজ্ঞান সমুদ্রের জলে গুলে যাবে প্লাস্টিক! দূষণ রোধে নয়া আবিষ্কার জাপানি বিজ্ঞানীদের

সমুদ্রের জলে গুলে যাবে প্লাস্টিক! দূষণ রোধে নয়া আবিষ্কার জাপানি বিজ্ঞানীদের

0
plastic material that dissolves in seawater
সমুদ্রের জলে গুলে যাবে প্লাস্টিক। ছবি Riken থেকে সংগৃহীত

প্লাস্টিক দূষণ আজ গোটা বিশ্বের কাছে একটি বড় সমস্যা। প্লাস্টিক সহজে ধ্বংস করা যায় না, বছরের পর বছর ধরে একইভাবে থেকে পরিবেশ দূষণ বাড়ায়। কিন্তু এবার এই সমস্যা রোধে নয়া দিশা দেখালেন জাপানি বিজ্ঞানীরা।

জাপানের RIKEN Centre for Emergent Matter Science-এর বিজ্ঞানী তাকুজো আয়দার নেতৃত্বে একদল গবেষক এমন এক প্লাস্টিক তৈরি করেছেন, যা নোনতা জলে সহজেই গুলে যাবে। সাধারণ প্লাস্টিকের মতো শক্ত কোভালেন্ট বন্ড নেই এই প্লাস্টিকের। তাই এটি পরিবেশে মিশে গিয়ে ক্ষতিকর পদার্থ তৈরি করবে না।

নতুন প্লাস্টিকের বৈশিষ্ট্য

  • নোনতা জলে সহজে গুলে যায়।
  • ক্ষতিকর পদার্থ তৈরি না করেই মাটিতে মিশে যাবে।
  • নতুন প্লাস্টিকটি তৈরি হয়েছে দুটি আয়োনিক মোনোমার দিয়ে।
  • একটি মোনোমার তৈরি হয়েছে সোডিয়াম হেক্সামেটাফসফেট দিয়ে।
  • ব্যাকটেরিয়ার মাধ্যমে প্লাস্টিক সহজেই ক্ষয়প্রাপ্ত হবে।

বিশ্বজুড়ে দূষণ রোধের সম্ভাবনা

বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের সমস্যা সমাধানে এই নতুন ধরনের প্লাস্টিক অত্যন্ত কার্যকরী হতে পারে। সামুদ্রিক দূষণ কমানোসহ প্লাস্টিক বর্জ্যের ব্যবস্থাপনায় এটি বড় ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবেশ বান্ধব এই প্লাস্টিকের প্রচলন হলে সামুদ্রিক প্রাণী ও বাস্তুতন্ত্রের উপর প্লাস্টিক দূষণের নেতিবাচক প্রভাব অনেকটাই কমবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version