জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সম্প্রতি বিহার থেকে নতুন পতঙ্গের খোঁজ পেয়েছেন। এটি কলম্বোলা পতঙ্গের একটি নতুন প্রজাতি । যা মাটি-আশ্রিত ক্ষুদ্র আর্থ্রোপড । এই আবিষ্কারটি বিহার এবং তার আশপাশের কলম্বোলার সমৃদ্ধ জীববৈচিত্র্যকে তুলে ধরে এবং মাটির সঙ্গে পারস্পরিক ক্রিয়া-আন্তঃক্রিয়াকে বুঝতে সাহায্য করে ।
নতুন প্রজাতিটির নাম ‘সাইফোডেরাস বিহারিয়েনসিস’ (Cyphoderus bihariensis)। মূলত, এর আবিষ্কার স্থল বিহারের নামানুসারে নামকরণ করা হয়েছে । জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যাপ্টেরিগোট (Apterygota) বিভাগের বিজ্ঞানীদের একটি দল এই পতঙ্গটি আবিষ্কারটি করেছে । নেতৃত্বে ছিলেন ডঃ গুরুপদ মণ্ডল, কৌশিক কুমার রায় এবং কুসুমেন্দ্র কুমার। গবেষণাটির মুদ্রিত সংস্করণ জার্নাল অফ ইনসেক্ট বায়োডাইভারসিটি অ্যান্ড সিস্টেমেটিক্স-এর আগামী সংখ্যায় প্রকাশিত হবে বলে জানা গেছে।
নতুন প্রজাতির পতঙ্গ ‘মাল্টিডেন্টেটি’ নামক একটি প্রজাতি-গোষ্ঠীর মধ্যেও অন্তর্ভূক্ত । এই আবিষ্কার সম্পর্কে ডঃ গুরুপদ মণ্ডল বলেন, “এই আবিষ্কারটি ভারতে কলম্বোলার সমৃদ্ধ বৈচিত্র্য বুঝতে সাহায্য করবে । সাইফোডেরাস বংশের বিশ্বব্যাপী প্রজাতির বৈচিত্র্য সংখ্যা ৮৬, নতুন আবিষ্কারটি ধরে ভারতে এখন ১০টি আলাদা প্রজাতি রয়েছে।’
বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছে জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ডঃ ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, “মাটির স্বাস্থ্যরক্ষার্থে কলম্বোলা প্রধান ভূমিকা পালন করে। যদিও তাদের ভূমিকা প্রায়শই উপেক্ষা করা হয়। তবে আদতে দেখা গেছে, হিউমাস তৈরি করা থেকে শুরু করে পুষ্টির চক্র, জৈব পদার্থ পচন এবং সামগ্রিকভাবে মাটির পর্যবেক্ষণে বড় ভূমিকা আছে কলম্বোলার।”