Home বিজ্ঞান ফের মহাকাশে আটকে পড়লেন সুনীতারা, পিছিয়ে গেল পৃথিবীতে ফেরার তারিখ

ফের মহাকাশে আটকে পড়লেন সুনীতারা, পিছিয়ে গেল পৃথিবীতে ফেরার তারিখ

সুনীতা উইলিয়ামস

বিপত্তি যে পিছু ছাড়ছে না। ফের একবার মহাকাশে আটকে পড়েছেন আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী মহাকাশচারী বুচ উইলমোর।যান্ত্রিক গোলোযোগের কারণে বিপত্তি হয়েছে ৷ পিছিয়ে গেছে নাসার উদ্যোগে আয়োজিত স্পসএক্সের ক্রু -10 মিশন ৷ ফলে আর্ন্তজাতিক স্পেস স্টেশন (ISS) থেকে এখনই ফিরতে পারছেন না নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর ৷ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন সুনীতাদের দ্রুত পৃথিবীতে ফিরিয়ে আনার ৷ 

ঘনিষ্ঠ শিল্পপতি বন্ধু এলন মাস্কের সংস্থা স্পেসএক্সকে নির্দেশ দিয়েছিলেন দ্রুত এই কাজ সম্পন্ন করতে ৷ জানানো হয়েছিল, ১২মার্চ সুনীতাদের আনতে মহাকাশে পাড়ি দেবে ওই মহাকাশযান । তাতে থাকবেন জাপান ও রাশিয়ার আরও চার মহাকাশচারী। নাসার তরফে অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তরফে তাকুয়া ওনিশি এবং রাশিয়ার তরফে কিরিল পেসকভ ৷ নাসার বিজ্ঞানী অ্যান ম্যাক্লেন ক্রু 10-এ চড়ে মহাকাশে যাবেন।তাঁদেরকে গবেষণার কাজ বুঝিয়ে দিয়ে একই মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন সুনীতা ও বুচ উইলমোর।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুন মহাকাশে গিয়েছিলেন মার্কিন মহাকাশচারী সুনীতা এবং বুচ উইলমোর । আটদিনের সফর থাকলেও মহাকাশযানে যান্ত্রিক সমস্যা থাকায় সুনীতারা সেখানেই থেকে যান ৷ মহাকাশযান বোয়িং স্টারলাইনারের থ্রাস্টারের সমস্যার কারণে কোনওরকম ঝুঁকি না-নিয়ে সুনীতাদের রেখেই পৃথিবীতে ফিরে আসে ৷

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version