Home বিজ্ঞান সফল ভাবে ‘স্পেডেক্স’ স্যাটেলাইট বিচ্ছিন্ন করল ইসরো, চন্দ্রযান-৪-এর পথে এগোল ভারত

সফল ভাবে ‘স্পেডেক্স’ স্যাটেলাইট বিচ্ছিন্ন করল ইসরো, চন্দ্রযান-৪-এর পথে এগোল ভারত

0

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) সফলভাবে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা ‘স্পেডেক্স’ (SpaDeX) মিশনের দুটি স্যাটেলাইট আলাদা করেছে। এটি ভারতের মহাকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

‘স্পেডেক্স’ মিশনের অধীনে SDX-01 এবং SDX-02 স্যাটেলাইট দুটি নির্দিষ্ট ধাপে আলাদা করা হয়। প্রথমে SDX-2 সঠিকভাবে প্রসারিত করা হয়, এরপর ধাপে ধাপে ক্যাপচার লিভার খুলে স্যাটেলাইট দুটিকে আলাদা করা হয়।

এই সাফল্যের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইসরো টিমকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এটি সমস্ত ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। ‘স্পেডেক্স’ স্যাটেলাইটের সফল বিচ্ছেদ ভবিষ্যতের বড় মিশনগুলোর পথ খুলে দিয়েছে, যার মধ্যে রয়েছে ভারতীয় মহাকাশ স্টেশন, চন্দ্রযান-৪ এবং গগনযান প্রকল্প।

২০২৪ সালের ৩০ ডিসেম্বর ‘স্পেডেক্স’ মিশন চালু করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ভবিষ্যতের অভিযানের জন্য মহাকাশে একত্রিত হওয়া, সংযুক্ত হওয়া এবং আলাদা হওয়ার প্রযুক্তি পরীক্ষা করা।

এর আগে জানুয়ারিতে, ‘স্পেডেক্স’ স্যাটেলাইট দুটি ১৫ মিটার দূর থেকে ধাপে ধাপে কাছে এসে মাত্র ৩ মিটারের ব্যবধানে সফলভাবে সংযুক্ত হয়েছিল।

এই সফলতার মাধ্যমে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের পর বিশ্বের অন্যতম শীর্ষ মহাকাশ প্রযুক্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ভারত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version