শীত এলেই প্রকৃতি বদলে যায়। প্রকৃতির শুষ্কতার প্রভাব পড়ে মানুষের ওপরেও। ত্বক হয়ে ওঠে রুক্ষ ও খসখসে। কারও ঠোঁট ফেটে যায়, কারও গোড়ালি থেকে চামড়া উঠতে থাকে।
তবে শীতকালে পায়ের সৌন্দর্য ধরে রাখতে হলে ও পায়ে যাতে ঠান্ডা না লাগে। তার জন্য ঘরে পড়তে পারেন রঙবেরঙের রকমারি ফ্লিপ-ফ্লপ স্লিপার।
১। ড্রাঙ্কেন স্লিপার ফর উইমেন অ্যান্ড মেন-
এই স্লিপারটি অত্যন্ত স্টাইলিশ ও নরম। খুব ভালো মানের এই স্লিপারটি ওজন খুব হালকা। ঘরে পড়া যাবে এই স্লিপার।
২। ফিটএনআপ স্লিপার ফর উইমেন-
এই স্লিপারটি এক্সট্রা সফট, আরামদায়ক ও প্যাডেড দেওয়া। ভেজা মাটি, মার্বেল কিংবা টাইলস দেওয়া ঘরে অনায়েসে পড়তে পারবেন।
৩। ব্ল্যাকবিটেল উইমেন স্লিপারস-
এই স্লিপারটি ফ্ল্যাট স্টাইলের। এটি ধোয়ার পরে কোনও পলিশ করা যাবে না।
৪। ফ্লাইট উইমেন্স ফ্লিপফ্লপ-
ফ্ল্যাট টাইপের এই ফ্লিপফ্লপটি মেঝে জল পড়ে থাকা অবস্থায় পড়লেও কোনও অসুবিধা হবে না।
৫। ভ্রিটার্য ইউনিসেক্স উইন্টার কম্ফি স্লিপার ফর ইনডোর-
এই স্লিপারটির মেটিরিয়াল ফক্সফারের। এটি ফ্ল্যাট টাইপের। এছাড়া অনেক রং পেয়ে যাবেন স্লিপারটির।
৬। রিতা উইমেন্স স্লিপার-
রাবারের এই স্লিপারটি প্রতিদিন বাড়িতে ব্যবহার করতে পারেন।
৭। বাটা উইমেন্স পাইনেপল স্লিপার-
বাটার এই স্লিপার খুবই আরামদায়ক একটি স্লিপার।
৮। স্পারক্স উইমেন্স ফ্লিপফ্লপ-
রাবারের এই স্লিপারটি ফ্ল্যাট স্টাইলের।
৯। নক্স উইমেন স্লিপার-
ফ্ল্যাট স্টাইলের এই স্লিপারটি সিন্থেটিক রবারের। সহজেই জল শুষে নিতে পারে সিন্থেটিক রবারে।
১০। উইমেন্স মাল্টিকালার স্টাইলিশ ফ্লিপফ্লপ-
রাবারের এই স্লিপারটি খুব হালকা। পায়ে দিলেও আরাম পাবেন।
কেনাকাটা করতে ভালো লাগলে দেখুন খবর অনলাইন।