Home কেনাকাটা কালীপুজো বা দিওয়ালিতে ঘরের বাইরে কিংবা ভেতরে আলোর সাজে সাজাবেন? ৪০০ টাকার...

কালীপুজো বা দিওয়ালিতে ঘরের বাইরে কিংবা ভেতরে আলোর সাজে সাজাবেন? ৪০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের লাইট

কালীপুজো বা দিওয়ালির রাত মানেই আলোর রোশনাইয়ে অন্ধকারকে ধুয়ে ফেলা। আতশ বাজি থেকে বিভিন্ন রকমের আলো দিয়ে রাতকে আরও উজ্জ্বল করার প্রয়াস। বাড়িকে কীভাবে সাজাবেন আলোর মালায় বরং জেনে নিন।

0

কালীপুজো বা দিওয়ালির রাত মানেই আলোর রোশনাইয়ে অন্ধকারকে ধুয়ে ফেলা। আতশ বাজি থেকে বিভিন্ন রকমের আলো দিয়ে রাতকে আরও উজ্জ্বল করার প্রয়াস। বাড়িকে কীভাবে সাজাবেন আলোর মালায় বরং জেনে নিন।

১। ওয়ান নাইনটি ফোর স্টোর রোজ ফ্লাওয়ার এলইডি লাইট-

দীপাবলির বা দিওয়ালিতে বাড়ির ভেতরে সাজাতে পারেন ওয়ান নাইনটি ফোর স্টোর রোজ ফ্লাওয়ার এলইডি লাইট দিয়ে।

দাম- ২৮৬ টাকা।

২। টায়েড রিবন্স ওয়াইন বটেল স্ট্রিং লাইটস-

মাল্টি রঙের টায়েড রিবন্স এলইডি লাইটটি পোর্টেবল। বাড়ির ভেতরে খুব সুন্দর করে সাজাতে পারেন এই লাইট দিয়ে।

দাম- ১৭৯ টাকা।

৩। এক্সপেন্ড অরিজিনালস মিল্কি বল এলইডি লাইট-

মিল্কি বল এলইডি লাইটটি মাল্টি কালারের। এই লাইটটি ঘরের ভেতরে কিংবা বাইরেও সাজাতে পারেন।

দাম- ১৪৯ টাকা।

৪। লেরফোট ফোরটি সিক্স এলইডি রাইস লাইট-

লেরফোট এই লাইটটি বাড়ির বাইরে সাজানোর জন্য খুব সুন্দর একটি লাইট।

দাম- ১৪৯ টাকা।

৫। সির ব্রাউন দিয়া স্ট্রিং লাইট-

এই প্লাস্টিকের প্রদীপের লাইটটি ঘরের ভিতরে সাজাতে পারেন।

দাম- ২১৯ টাকা।

৬। এক্সআরজি মোরোক্যান বল এলইডি লাইট-

মোরোক্যান বল এই এলইডি লাইটের রং ওয়ার্ম  হোয়াইট। এই আলো ঘরের ভিতরে বা ঘরের বাইরে সাজানোর জন্য উপযুক্ত।

দাম- ২৫১ টাকা।

৭। কেলিফিক হোম কালাশ এলইডি লাইট-

মাল্টি কালারের এই এলইডি লাইটটি ঘরের ভেতরে সাজানোর জন্য একেবারে দুর্দান্ত।

দাম- ২৭৫ টাকা।

৮। নিয়া লাইট আপ লাইফ মেটাল ড্রপ স্ট্রিং লাইটস-

এই লাইটটি ওয়ার্ম হোয়াইট রঙের।

দাম- ৩৯৯ টাকা।

কেনাকাটা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইন

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version