দিন বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে সূর্যের চোখ রাঙানি। দ্রুত বাড়ছে গরম। গরম আর ঘামে জীবন অতিষ্ঠ প্রায়। তবে এই সময় এমন পোশাক বেছে নিতে হবে যেন দ্রুত ঘেমে ভিজে না যায়। তাই এমন পোশাক নির্বাচন করুন যা হবে পাতলা ও আরামদায়ক।
১। মেন্স পলি কটন ডিজিটাল প্রিন্টেড শার্ট-
এই ক্যাজুয়াল প্রিন্টেড শার্টটি পার্টিতে পড়তে পারেন। স্লিম ফিট এই শার্টটি হাতেই ধুয়ে নেওয়া যাবে।
২। গ্যাসপেরেটি ক্যাজুয়াল শার্ট ফর মেন্স-
কটনের এই শার্টটি খুবই নরম। রেগুলার ফিট এই শার্টটি ওয়াশিং মেশিনে ধুতে হবে।
৩। ওয়ার্ড ওয়েড কটন শার্ট ফর মেন-
রেগুলার ফিট এই শার্টটি কটনের। হাফ স্লিভ ও কলার দেওয়া শার্টটি হাতেই ধুয়ে নেওয়া যাবে।
৪। ইন্দোপ্রিমো মেন্স পলি কটন শার্ট-
রেগুলার ফিট, সফট টাচ পলি কটন, হাফ স্লিভ ও এটি ক্যাজুয়াল শার্ট।
৫। লুকমার্ক মেন্স পলি কটন শার্ট-
এই শার্টটি অফিসে পড়ে যেতে পারেন।
৬। ম্যাজেস্টিক ম্যান প্রিন্টেড শার্ট ফর মেন-
এই শার্টটি প্রিমিয়াম কটন, সফট, কম্ফি।
৭। রডজেন মেন্স কটন শার্ট-
রেগুলার ফিট এই শার্টটি ১০০ শতাংশ কটনের।
৮। মলিমেন কটন প্রিন্টেড শার্ট ফর মেন-
এই শার্টটি কলেজে কিংবা অফিসে পড়ে যেতে পারেন। এই শার্টটি ওয়াশিং মেশিনে ধুতে হবে।
কেনাকাটা সংক্রান্ত খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us