Home কেনাকাটা ৫০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে গরমে কিনতে পারেন হাফ...

৫০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে গরমে কিনতে পারেন হাফ স্লিভ শার্ট

দিন বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে সূর্যের চোখ রাঙানি। দ্রুত বাড়ছে গরম। গরম আর ঘামে জীবন অতিষ্ঠ প্রায়। তবে এই সময় এমন পোশাক বেছে নিতে হবে যেন দ্রুত ঘেমে ভিজে না যায়। তাই এমন পোশাক নির্বাচন করুন যা হবে পাতলা ও আরামদায়ক।

১। মেন্স পলি কটন ডিজিটাল প্রিন্টেড শার্ট-

এই ক্যাজুয়াল প্রিন্টেড শার্টটি পার্টিতে পড়তে পারেন। স্লিম ফিট এই শার্টটি হাতেই ধুয়ে নেওয়া যাবে।

দাম- ২৪৯ টাকা।

২। গ্যাসপেরেটি ক্যাজুয়াল শার্ট ফর মেন্স-

কটনের এই শার্টটি খুবই নরম। রেগুলার ফিট এই শার্টটি ওয়াশিং মেশিনে ধুতে হবে।

দাম- ৪৪৯ টাকা।

৩। ওয়ার্ড ওয়েড কটন শার্ট ফর মেন-

রেগুলার ফিট এই শার্টটি কটনের। হাফ স্লিভ ও কলার দেওয়া শার্টটি হাতেই ধুয়ে নেওয়া যাবে।

দাম- ৪৯৯ টাকা।

৪। ইন্দোপ্রিমো মেন্স পলি কটন শার্ট-

রেগুলার ফিট, সফট টাচ পলি কটন, হাফ স্লিভ ও এটি ক্যাজুয়াল শার্ট।

দাম- ৩৯৯ টাকা।

৫। লুকমার্ক মেন্স পলি কটন শার্ট-

এই শার্টটি অফিসে পড়ে যেতে পারেন।

দাম- ৩২৯ টাকা।

৬। ম্যাজেস্টিক ম্যান প্রিন্টেড শার্ট ফর মেন-

এই শার্টটি প্রিমিয়াম কটন, সফট, কম্ফি।

দাম- ৪৯৯ টাকা।

৭। রডজেন মেন্স কটন শার্ট-

রেগুলার ফিট এই শার্টটি ১০০ শতাংশ কটনের।

দাম- ৪৯৯ টাকা।

৮। মলিমেন কটন প্রিন্টেড শার্ট ফর মেন-

এই শার্টটি কলেজে কিংবা অফিসে পড়ে যেতে পারেন। এই শার্টটি ওয়াশিং মেশিনে ধুতে হবে।

দাম- ৪৯৯ টাকা।

কেনাকাটা সংক্রান্ত খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version