ভারতে অত্যন্ত জনপ্রিয় আমেরিকার ই-কমার্স সংস্থা অ্যামাজন। ভারতের বাজারে নিজেদের ব্যবসা সম্প্রসারণও করছে আমেরিকার সংস্থাটি। এবার ভারতীয় ক্রেতাদের কথা ভেবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা শপিং অ্যাসিসট্যান্ট বা সহযোগী রুফাসকে বাজারে আনল অ্যামাজন।
অ্যামাজনের মোবাইল শপিং অ্যাপে এই এআই ফিচারযুক্ত করা হয়েছে।
ফেব্রুয়ারিতে প্রথমে আমেরিকার ক্রেতাদের জন্য এই পরিষেবা চালু হয়। এবার ভারতেও হল। ক্রেতাদের সাহায্য করবে রুফাস নামের এআই সহযোগী। কেনাকাটায় প্রশ্নের উত্তর দেবে, কেনাকাটা করতে পরামর্শ দেবে। কেনার আগে বিভিন্ন পণ্যের তুল্যমূল্য বিচার করে ক্রেতাদের সাহায্য করবে।
অ্যামাজনের এক সময়ের নীতি ছিল কর্মচারীরা নিজের পোষ্য কুকুর নিয়ে কর্মস্থলে আসতে পারেন। যে সময় অ্যামাজন সংস্থা গড়ে ওঠে এক কর্মচারী তাঁর রুফাস নামক পোষ্য কুকুরকে নিয়মিত নিজের অফিসে আনতেন। সেই কুকুরের নামেই নয়া এআই প্রযুক্তিচালিত সহযোগীর নাম দিয়েছে অ্যামাজন।
অ্যামাজন মোবাইল অ্যাপ খুললেই নীচের ডান দিকে নতুন আইকন পাওয়া যাবে। সেটা ট্যাপ করলে নীচে খুলে যাবে রুফাস ইন্টারফেস। টেক্সট ফিল্ড খুলে গেলে প্রশ্ন টাইপ করা যাবে।
আরও পড়ুন
বিক্রিত পণ্য দ্রুত ক্রেতার কাছে পৌঁছে দিতে কুইক কমার্স পরিষেবা চালু করার পরিকল্পনা অ্যামাজনের