Home কেনাকাটা ভারতে এল Asus এর নতুন টেকসই মজবুত ল্যাপটপ ExpertBook CX54 Chromebook Plus

ভারতে এল Asus এর নতুন টেকসই মজবুত ল্যাপটপ ExpertBook CX54 Chromebook Plus

টেকসই মজবুত ল্যাপটপ কেনার কথা ভাবছেন? আপনার মতো ক্রেতার কথা ভেবে Asus আনল নতুন মডেলের ল্যাপটপ ExpertBook CX54 Chromebook Plus। এটি পেশাদার ও ব্যবসায়িক কাজের জন্য আদর্শ। 

এই ক্রোমবুক প্লাস এর দাম ৭৬,৫০০ টাকা। এতে ক্লাউড ভিত্তিক বিভিন্ন সুবিধা, উন্নত সিকিউরিটি পাওয়া যাবে। পাশাপাশি ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর ও ব্যাকলিট কিবোর্ড রয়েছে।

গুগলের ক্রোমবুক প্লাস প্ল্যাটফর্মের ওপর নির্মিত আসুস এক্সপার্টবুক এক্স ৫৪ ক্রোমবুক প্লাসে ক্লাউড কেন্দ্রিক অভিজ্ঞতা মিলবে। এতে গুগল ওয়ার্কস্পেস এর বিভিন্ন টুল রয়েছে। ফলে অতি সহজে বিভিন্ন ব্যবসায়িক বা অফিসের কাজ করা যাবে। শক্তসমর্থ এই ল্যাপটপের বডি মেটাল বিল্ড এবং মিলিটারি গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত। ফলে এটা যথেষ্ট মজবুত এবং পেশাদারদের জন্য আদর্শ। আসুস এক্সপার্টবুক এক্স৫৪ ক্রোমবুক প্লাস কেনসিংটন লক স্লট এবং গুগলের টাইটান সি২ সিকিউরিটি চিপ রয়েছে। এই চিপে ডেটা সিকিউরিটি সহ বিভিন্ন সুবিধা মিলবে। 

এই ল্যাপটপ চলবে ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর ১৫৫ইউ/১২ ইন্টেল এমটিএল কোর আল্ট্রা 5 প্রসেসর ১১৫ইউ দ্বারা। এতে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স RAM-এর সুবিধা মিলবে। 

দুটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ এ, দুটি থান্ডারবোল্ট ৪ টাইপ সি, ১টি ৩.৫মিমি অডিও জ্যাক, ১টি মাইক্রোএসডি কার্ড রিডার, একটি এইচডিএমআই ২.১ রয়েছে। ৮ মেগাপিক্সেল সঙ্গে প্রাইভেসি শিল্ডওয়্যারলেস ক্যামেরা আর ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটির সুবিধা মিলবে। ৬৩ ওয়াট আইওয়ার ব্যাটারি রয়েছে।

আরও Acer-এর ল্যাপটপগুলো দেখতে পারেন।

Lenovo -র বিভিন্ন ল্যাপটপ দেখুন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version