Home খবর রাজ্য ‘অনশন তোলার’ শর্ত মানছে না জুনিয়র ডাক্তারেরা, তবে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে...

‘অনশন তোলার’ শর্ত মানছে না জুনিয়র ডাক্তারেরা, তবে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন

মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা, তাঁরা সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। তবে বৈঠকের আগে অনশন প্রত্যাহারের যে শর্ত দেওয়া হয়েছিল, তা মানতে অস্বীকার করেছেন তাঁরা।

ইমেলে জানানো হয়েছে, সোমবারের আগে অনশন তুলে নেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই অনশন শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার রাত পর্যন্ত এনআরএস মেডিক্যাল কলেজে চলা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সকালে আবারও জেনারেল বডির বৈঠক হয়, যেখানে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, “১৪ দিন পর মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব অনশনমঞ্চে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হলেও, সেই কথায় অনশনকারীরা দুঃখ পেয়েছেন। তাঁদের অনুভূতিতে আঘাত লেগেছে, কারণ এতদিন পরেও আমাদের ১০ দফা দাবি মুখ্যমন্ত্রী জানেন না বা তাঁকে জানানো হয়নি।”

তিনি আরও জানান, তাঁদের বিরুদ্ধে সময়মতো বৈঠকে যোগ না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে, যা তাঁরা ধিক্কার জানাচ্ছেন। জুনিয়র ডাক্তাররা দাবি করেন, তাঁরা পূর্ব শর্ত ছাড়াই বৈঠকে যোগ দিতে চান এবং তাঁদের প্রতিনিধিরা নির্ধারিত সময়েই বৈঠকে উপস্থিত থাকবেন।

যদি সোমবারের বৈঠকে কোনও সমাধানসূত্র বের না হয়, তাহলে মঙ্গলবার পূর্বপরিকল্পিত কর্মসূচি পালন করবেন বলে জানান জুনিয়র ডাক্তারেরা। তাঁরা সতর্ক করেছেন, ভবিষ্যতে তাঁদের আন্দোলন আরও তীব্র হতে পারে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version