Home কেনাকাটা মাথা নাড়ালেই কল রিসিভ! ভারতে এল Huawei-র অভিনব FreeClips ইয়ারবাড

মাথা নাড়ালেই কল রিসিভ! ভারতে এল Huawei-র অভিনব FreeClips ইয়ারবাড

ভারতের বাজারে এল Huawei FreeClips ইয়ারবাড, যার মাধ্যমে মাথা নাড়ালেই কল রিসিভ বা রিজেক্ট করা যাবে। এতে রয়েছে ওপেন-ইয়ার ডিজাইন, ৮ ঘণ্টা প্লেব্যাক ও ৩৬ ঘণ্টার ব্যাটারি লাইফ।

ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Huawei তাদের ওপেন-ইয়ার FreeClips ইয়ারবাড আমল। বাজারে পাওয়া যায় অন্যান্য ইয়ারবাডের থেকে এই ইয়ারবাডটি অনেকটাই অন্যরকম। এতে C-bridge টেকনোলোজি রয়েছে, এক্ষেত্রে এক মাথায় স্পিকার থাকে এবং অন্য প্রান্তে কানের বাইরের অংশে আটকে থাকার জন্য গ্রিপ হিসাবে কাজ করে।

Huawei প্রথম কোম্পানি না, যারা ওপেন-ইয়ার ডিজাইন আনল। Huawei FreeClips ইয়ারবাডের দাম ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছে।

এই ইয়ারবাডটিতে সেল্ফ-অ্যাডাপ্টিভ লেফ্ট-রাইট অডিও চ্যানেলের মতো সুবিধা রয়েছে, এর ফলে যেকোনো ইয়ারবাড যেকোনো কানে পরতে পারবেন। এর সাহায্যে আরও সহজেই এটি ব্যাবহার করা যাবে। প্রতিটি ইয়ারবাডে 10.8mm ডুয়েল ম্যাগনেট হাই-সেন্সিটিভ ড্রাইভার ইউনিট রয়েছে, এটি একটি ডায়নামিক বেস অ্যালগরিদমের সঙ্গে যোগ করা হয়েছে। এর ইয়ারবাডটির অডিও আরও ভালভাবে উপভোগ করার জন্য স্পষ্ট ভোকাল এবং গভীর, শক্তিশালী বেস পাওয়া যায়।

Huawei FreeClips ইয়ারবাডটিতে এক নাগাড়ে 8 ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং চার্জিং কেস সহ 36 ঘন্টার ব্যাটারি লাইফ পাওয়া যায়। Huawei FreeClips ইয়ারবাডের প্রতিটি অংশে জেসচার কন্ট্রোল রয়েছে, ‘Acoustic Ball’, ‘C-bridge’ বা ‘Comfort Bean’ এর মতো অংশগুলিতে টাচ কন্ট্রোল পাওয়া যায়। এই ইয়ারবাডটির বিশেষত্ব হল এর হেড মোশান কন্ট্রোল। এর ফলে ইউজাররা শুধুমাত্র মাথা নাড়িয়ে কল রিসিভ বা রিজেক্ট করতে পারবেন, অর্থাৎ মাথা নাড়ালেই কল রিসিভ হয়ে যাবে এবং কল রিজেক্ট করার জন্য মাথা ঝাঁকাতে হবে।

Huawei FreeClips ইয়ারবাডটিতে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে, অর্থাৎ একইসঙ্গে দুটি ডিভাইস কানেক্ট করা যাবে। এই ইয়ারবাডটি iOS, Android, এবং Windows ডিভাইসের সঙ্গে সহজেই যোগ করা যাবে। Amazon India সাইটের থেকে কেনা যাবে। অন্যদিকে এটি Beige, Purple, এবং Black এর মতো রঙে মিলবে।

Huawei FreeClip

Huawei FreeClip, Innovative Clip Design, Intensive Open-Ear Listening Experience, AI Background Noise Cancellation for Calls, Super Long Battery Life, Android & iOS, Black

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version