কলকাতা: আগামী ২৩ জুলাই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ প্রতিযোগিতা। এই উপলক্ষ্যে শুক্রবার ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কম্যান্ডের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ডুরান্ড কাপ আয়োজক কমিটির চেয়ারম্যান তথা চিফ অফ স্টাফ হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহিত মলহোত্রা, ডুরান্ড কাপ কমিটির ভাইস চেয়ারম্যান তথা জিওসি বেঙ্গল সাব এরিয়া মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা।

সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের উপর বিশেষ ভাবে প্রতিবেদন করা উচিত সমস্ত সংবাদমাধ্যমের, যাতে এই ঐতিহ্যশালী প্রতিযোগিতা তার গৌরবকে আরও গৌরবান্বিত করতে পারে।”
এশিয়ার অন্যতম পুরোনো টুর্নামেন্ট ডুরান্ড কাপে দর্শকদের ভিড় বাড়াতে চেষ্টার কোনো ত্রুটি রাখতে চাইছেন না আয়োজকরা। এ বার ডুরান্ড কাপে দর্শকদের জন্য স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করল ডুরান্ড কাপ আয়োজক কমিটি।
২৪টি দলকে নিয়ে প্রতিযোগিতা
এবারের ডুরান্ড কাপে ২৪টি দল যোগদান করছে। প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৩ জুলাই থেকে, চলবে ২৩ আগস্ট পর্যন্ত। প্রতিযোগী দলগুলিকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই গ্রুপগুলির মধ্যে ‘এ’ ও ‘বি’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। ঝাড়খণ্ডের জামশেদপুরে গ্রুপ ‘সি’, অসমের কোকরাঝাড়ে গ্রুপ ‘ডি’, মেঘালয়ের শিলঙে গ্রুপ ‘ই’ এবং মণিপুরের ইম্ফলে গ্রুপ ‘এফ’-এর ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
ছবি: সঞ্জয় হাজরা