ভারতের বাজারে নতুন এবং সাশ্রয়ী মূল্যের 5G ফোন আনল Motorola। ‘লঞ্চ অফার’-এ মোটো জি৪৫ ৫জি (Moto G45 5G) ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে। এই স্মার্টফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন প্রসেসর, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 5000mAh ব্যাটারি। ‘লঞ্চ অফার’-এ এই ফোনটি ৯৯৯৯ টাকায় কেনা যাবে বলে Motorola জানিয়েছে।
মোটো জি৪৫ ৫জি ফোনের ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ১০৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ১২৯৯৯ টাকা। আগামী ২৮ আগস্ট দুপুর থেকে ফোনটির বিক্রি শুরু হবে। সেলে হাজার টাকা ছাড়ে মোটো জি৪৫ ৫জি কেনা যাবে। এই ছাড়ের জন্য অ্যাক্সিস বা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ফোনটি ভিভা ম্যাজেন্টা, ব্রিলিয়ান্ট ব্লু এবং ব্রিলিয়ান্ট গ্রিন রঙে পাওয়া যাবে।
মোটো জি৪৫ ৫জি (Moto G45 5G) স্মার্টফোনে ১৬০০x৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫ ইঞ্চি এইচডি + ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে গরিলা গ্লাস ৩ দেওয়া হয়েছে। এতে ৮ জিবি পর্যন্ত LPDDR4x RAM এবং ১২৮ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ (UFS 2.2) স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর। সুরক্ষার জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে।
Moto G45 5G ফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর-সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। মোটোরোলার এই নতুন ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন
৯ হাজারের নীচে নয়া মডেলের 4G স্মার্টফোন আনল Samsung
ভারতের বাজারে গুগলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Google Pixel 9 Pro Fold, দাম কত?