গুগলপ্রেমীদের জন্য সুখবর। ভারতে আত্মপ্রকাশ করল গুগলের প্রথম ফোল্ডিং পিক্সেল ব্র্যান্ডেড ফোল্ডেবল স্মার্টফোন Google Pixel 9 Pro Fold। Google Pixel 9 Pro Fold ফোনে ওলেড ইনার ডিসপ্লে, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬৫০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
ভারতে গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড ফোনের দাম রাখা হয়েছে ১,৭২,৯৯৯ টাকা এবং এই হ্যান্ডসেটটি এদেশে একমাত্র ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। গুগল জানিয়েছে, ভারতে আগামী ২২ আগস্ট থেকে গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ডের বিক্রি শুরু হবে। এটি অবসিডিয়ান এবং পোর্সেলিন রঙে পাওয়া যাবে। গুগলের নয়া মডেলের স্মার্টফোন ফ্লিপকার্টের পাশাপাশি ক্রোমা এবং রিলায়েন্স ডিজিটাল আউটলেটতেও মিলবে৷
মেড ইউ লুক ও ম্যাজিক এডিটরের মতো ফিচার
Google Pixel 9 Pro Fold ফোনে ডুয়েল-সিম (ন্যানো+ইসিম) ফিচার আছে। এটি গুগলের Tensor G4 চিপসেট এবং Titan M2 সিকিউরিটি প্রসেসর দ্বারা চলবে। ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সুবিধা মিলবে। Pixel 9 Pro Fold অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। ৭ বছরের অ্যান্ড্রয়েড ওএস, সিকিউরিটি প্যাচ এবং পিক্সেল ড্রপ আপডেট পাবে। Google Pixel 9 Pro Fold ফোনের ভেতরের দিকে ৮ ইঞ্চির (২,০৭৬x২,১৫২ পিক্সেল) এলটিপিও ওলেড সুপার অ্যাকচুয়াল ফ্লেক্স ইনার স্ক্রিন রয়েছে। ফোনের বাইরের দিকে ৬.৩ ইঞ্চির (১,০৮০x২,৪২৪ পিক্সেল) ওলেড অ্যাকচুয়াল ডিসপ্লে রয়েছে। উন্নত মানের ছবি তোলার জন্য Google Pixel 9 Pro Fold মডেলে এফ/১.৭ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, অটোফোকাস ও এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১০.৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫x পর্যন্ত অপটিক্যাল জুম, ২০x সুপার রেস জুম, এবং এফ/৩.১ অ্যাপারচার সহ একটি ১০.৮ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা রয়েছে।
উন্নত মানের সেলফি তোলার জন্য কভার ডিসপ্লেতে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আর ভেতরের স্ক্রিনে একই অ্যাপারচার সহ একটি ১০ মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করছে। Google Pixel 9 Pro Fold ফোনে অ্যাড মি, হ্যান্ডস-ফ্রি অ্যাস্ট্রোফটোগ্রাফি, ফেস আনব্লার, টপ শট, ফ্রিকোয়েন্ট ফেস, ভিডিও বুস্ট, উইন্ড নয়েজ রিডাকশন, অডিও ম্যাজিক ইরেজার, ম্যাক্রো ফোকাস ভিডিও, মেড ইউ লুক, এবং ম্যাজিক এডিটরের মতো গুগলের নিজস্ব ক্যামেরা ও এডিটিং ফিচার আছে।
৯ হাজারের নীচে নয়া মডেলের 4G স্মার্টফোন আনল Samsung
ব্যাটারি কতটা শক্তিশালী
এছাড়াও স্মার্টফোনে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, জিপিএস কানেক্টিভিটি ও আল্ট্রা-ওয়াইডব্যান্ড (UWB) এবং ইউএসবি ৩.২ টাইপ-সি পোর্টের সুবিধা মিলবে। এছাড়াও একটি অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, ই-কম্পাস, ব্যারোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর রয়েছে। এছাড়াও এই বিশেষ ফোনে ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট-ভিত্তিক বায়োমেট্রিক অথেনটিকেশনের সুবিধা মিলবে। ঘাম, ধুলোবালি ও জল থেকে সুরক্ষার জন্য ফোনে আইপিএক্স৮ রেটিং রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Google Pixel 9 Pro Fold ফোনে ৪,৬৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে।