অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া মডেলের স্মার্টফোন Realme GT 6। নয়া মডেলের স্মার্টফোনে আছে জেনারেটিভ এআই প্রযুক্তির নানান রকমের ফিচার। এই প্রথমবার রিয়েলমির কোনো স্মার্টফোনে জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
নয়া মডেলের স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে, Qualcomm’s Snapdragon 8s Gen 3 SoC, অ্যামোলেড ডিসপ্লে ও ফুল এইচডি রেজোলিউশন। ফোনের পেছনে ৩টি ক্যামেরা থাকবে।
Realme GT 6 স্মার্টফোন ৩টি ভার্সনে মিলবে। ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের মডেলের দাম ৪০,৯৯৯ টাকা, ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের মডেলের দাম ৪২,৯৯৯ টাকা আর ১৬ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের মডেলের দাম ৪৪,৯৯৯ টাকা। ফ্লুইড সিলভার ও রেজর গ্রিন রঙে পাওয়া যাবে নয়া মডেলের স্মার্টফোন। রিয়েলমির নিজস্ব ওয়েবসাইট ও ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টের মাধ্যমে অনলাইনে কেনা যাবে স্মার্টফোন।
আরও পড়ুন