Home কেনাকাটা পয়লা বৈশাখে তনিশ্ক্-এ বাংলার গল্প ‘কঙ্কনকথা’, মিমি চক্রবর্তীর উপস্থিতিতে লঞ্চ রাজকীয় বালা...

পয়লা বৈশাখে তনিশ্ক্-এ বাংলার গল্প ‘কঙ্কনকথা’, মিমি চক্রবর্তীর উপস্থিতিতে লঞ্চ রাজকীয় বালা কালেকশনের

তনিশ্ক্-এ বাংলার গল্প ‘কঙ্কনকথা’,
মিমি চক্রবর্তীর উপস্থিতিতে লঞ্চ রাজকীয় বালা কালেকশন

তনিশ্ক্‌-এর ‘কঙ্কনকথা’—বাঙালি নারীর ঐতিহ্য আর আত্মপরিচয়ের এক সোনালি অধ্যায়

উৎসবের মরসুম মানেই নতুন সাজ, নতুন আশার আলো। আর সেই আবহে পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে টাটা গোষ্ঠীর অন্তর্গত ভারতের বৃহত্তম জুয়েলারি ব্র্যান্ড তনিশ্ক্ নিয়ে এল এক এক্সক্লুসিভ বালা কালেকশন—‘কঙ্কনকথা’। কলকাতার তাজ বেঙ্গলে বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তীর উপস্থিতিতে এই বিশেষ কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

আলপনা, জামদানি, তাঁতের মোটিফ—সবই একত্রে এই সোনার বালায়

এই বিশেষ কালেকশনের ডিজাইনে ব্যবহৃত হয়েছে বাংলার শিল্প ও ঐতিহ্যের উপাদান—আলপনার নকশা, জামদানির সূক্ষ্ম মোটিফ, তাঁতের অর্ধচন্দ্র তাবিজ এবং বাটিক প্রিন্টের ছোঁয়া। প্রতিটি বালায় ফুটে উঠেছে নিখুঁত মীনাকারি এনামেল কাজের সৌন্দর্য, যা একদিকে বাংলার অতীতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, অন্যদিকে আধুনিক রুচিকেও সম্মান করছে।

তনিশ্ক্-এর ‘বাংলার সঙ্গে আত্মিক সম্পর্ক

টাইটান কোম্পানি লিমিটেড-এর রিজিওনাল বিজনেস হেড শ্রী সোমপ্রভ সিংহ বলেন, “এই কালেকশন আমাদের বাংলার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ। কঙ্কনকথা এমন একটি সংগ্রহ, যেখানে পুরনো ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব মিশেল ঘটেছে। প্রতিটি বালা শুধু অলঙ্কার নয়, বরং স্মৃতি, সম্পর্ক ও সংস্কৃতির বাহক।”

এই লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, “এই কালেকশন একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। বাংলার মাটি, শিল্প আর আধুনিকতার মেলবন্ধন এই গয়নাগুলোয় অসাধারণভাবে ফুটে উঠেছে। আজকের প্রজন্মের জন্য একেবারে পারফেক্ট!”

‘কঙ্কনকথা’ কালেকশন এখন পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ, আগরতলা এবং শিলচরের সমস্ত তনিশ্ক্‌ স্টোরে। গ্রীষ্মকালীন বিয়ের মরসুমে হবু কনে ও তাঁদের পরিবারের জন্য এই কালেকশন হতে পারে এক অপরিহার্য সংগ্রহ।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version