Home ভ্রমণ ভ্রমণের খবর হোটেল বুকিংয়ে সাইবার ফাঁদ! নিশানায় তারাপীঠ, পুরী, দিঘা ও দার্জিলিংয়ের পর্যটকরা, কী...

হোটেল বুকিংয়ে সাইবার ফাঁদ! নিশানায় তারাপীঠ, পুরী, দিঘা ও দার্জিলিংয়ের পর্যটকরা, কী ভাবে সাবধান থাকবেন?

গরমের ছুটি মানেই ভ্রমণের প্ল্যান। কিন্তু এই ছুটির মরসুমে হোটেল বুকিংয়ের নামে জালিয়াতি করে সাধারণ পর্যটকদের ঠকাচ্ছে একাধিক সাইবার প্রতারক চক্র। টার্গেট— তারাপীঠ, দিঘা, মন্দারমনি, পুরী, দার্জিলিংয়ের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

সূত্রে জানা গিয়েছে, নামী হোটেলের নামে তৈরি করা হচ্ছে ভুয়ো ওয়েবসাইট। হুবহু আসল হোটেলের মতোই ডিজাইন করা হচ্ছে এই সাইটগুলি। এমনকি আসল হোটেলের নাম, ছবি, এমনকি কাস্টমার কেয়ার নম্বরও কপি করা হচ্ছে, যাতে পর্যটকরা কোনও সন্দেহ না করেন।

এই ওয়েবসাইটগুলিতে ৫০% বা ‘সম্পূর্ণ পেমেন্ট’-এর অফার দিয়ে আগাম টাকা চাওয়া হচ্ছে। কিন্তু গন্তব্যে পৌঁছনোর পর পর্যটকদের চোখ খুলছে—পাওয়া যাচ্ছে না কোনও বুকিং-এর রেকর্ড, কখনও কখনও দেখা যাচ্ছে সেই নামে কোনও হোটেলই নেই।

প্রতারণার শিকার বহু মানুষ

বীরভূমের তারাপীঠ-এ ইতিমধ্যেই বহু সাধারণ মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। হোটেল কর্তৃপক্ষ নিজেরাই পর্যটকদের সচেতন করতে শুরু করেছেন। একই ধরনের ঘটনা ঘটছে পুরী, দিঘা, মন্দারমনি এবং দার্জিলিং-এও।

রামপুরহাটের বাসিন্দা সমিরন মন্ডল পুরীতে যাওয়ার জন্য একটি ভুয়ো ওয়েবসাইট থেকে হোটেল বুক করতে গিয়েছিলেন। শেষ মুহূর্তে সন্দেহ হওয়ায় আর পেমেন্ট না করায় প্রতারিত হওয়ার হাত থেকে বেঁচে যান তিনি।

কী ভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে?

🔸 হোটেল বুকিংয়ের আগে তাদের অফিশিয়াল ওয়েবসাইট যাচাই করুন
🔸 Google Reviews, Booking.com, MakeMyTrip-এর মতো নির্ভরযোগ্য সাইট ব্যবহার করুন
🔸 কোনও অজানা লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করবেন না
🔸 আকর্ষণীয় ডিসকাউন্ট দেখলেই লোভে পা দেবেন না
🔸 পেমেন্টের আগে হোটেলের নম্বরে ফোন করে বুকিং যাচাই করে নিন

বেড়াতে যাওয়ার জন্য ভাল ট্রাভেল ব্যাগ খুব জরুরি। ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে এই ট্রাভেল ব্যাগগুলি দেখতে পারেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version