Home কেনাকাটা পরিবেশবান্ধব বৈদ্যুতিক সাইকেল আনল টাটা

পরিবেশবান্ধব বৈদ্যুতিক সাইকেল আনল টাটা

0

পরিবেশবান্ধব যান বলে পরিচিত সাইকেল। সাইক্লিং করলে শরীরও সুস্থ থাকে। আবার সেই সাইকেল যদি হয় বিদ্যুৎচালিত তা হলে তো একেবারে বলে সোনায় সোহাগা।

বৈদ্যুতিক সাইকেলের দুনিয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে টাটার মালিকাধীন স্ট্রাইডার ব্র্যান্ড। সম্প্রতি ইটিবি ২০০ নামের একটি বৈদ্যুতিক সাইকেল বাজারে আনল টাটা।

এটি অফলাইন ছাড়াও অনলাইনে ফ্লিপকার্ট থেকেও অর্ডার করা যাবে। ২৭.৫ ইঞ্চি হুইল সাইজ রয়েছে সাইকেলে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি নিত্য যাতায়াত বা শরীরচর্চার জন্য ব্যবহার করা যাবে এই সাইকেল। এক বার চার্জ দিলেই দৌড়োবে ৪০ কিলোমিটার। স্ট্রাইডার ইটিবি ২০০-তে রয়েছে ৩৬ ভোল্ট ক্ষমতাসম্পন্ন ৭.৮ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি।

বাজারে এই ইলেকট্রিক সাইকেল দুটি রংয়ে ব্ল্যাক/গ্রে এবং টিল/ব্ল্যাক মিলবে। টাটা স্ট্রাইডার ইটিবি ২০০ ইলেকট্রিক সাইকেলের দাম ৩৩,৫৯৫ টাকা।

বাড়িতেই খুবই সহজে এটি চার্জ করা যাবে। ফুল চার্জ করতে সময় লাগবে ৪ ঘণ্টা। এতে ২৫০ ওয়াটের বিএলডিসি ইলেকট্রিক মোটর এবং চাকার দু’ প্রান্তেই ডিস্ক ব্রেক রয়েছে। এই সাইকেলে ব্রেকিংয়ের সময় পাওয়ার অফ হয়ে যায়। প্যাডলিং করতে ইচ্ছা না করলে ব্যাটারি দিয়েই চালাতে পারবেন সাইকেল, সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। পাথুরে রাস্তাতেও সঠিক ভারসাম্য দেওয়ার জন্য সাইকেলের সামনে রয়ের থ্রেডলেস ফর্ক সাসপেনশন। এ ছাড়া সাইকেল অন্ধকারে চালানোর জন্য হেডলাইট-সহ একাধিক অঙ্গ রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version