Home কেনাকাটা মাত্র ৭৯৯ টাকায় ৭০ ঘণ্টা প্লেব্যাক! বাজারে এল Truke Buds Dyno ইয়ারবাডস,...

মাত্র ৭৯৯ টাকায় ৭০ ঘণ্টা প্লেব্যাক! বাজারে এল Truke Buds Dyno ইয়ারবাডস, সঙ্গে প্রিমিয়াম লুক ও HiFi সাউন্ড

0
Truke Buds Dyno

কম বাজেটে সাশ্রয়ী মূল্যে দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাডস খোঁজ করছেন এমন ক্রেতাদের জন্য Truke নিয়ে এল Buds Dyno ইয়ারবাডস।  এই ইয়ারবাডস HiFi সাউন্ড, স্টেবল কানেক্টিভিটির সুবিধা মিলবে। এর চার্জিং কেসে রয়েছে ট্রান্সপারেন্ট কভার, ফলে ভেতরের সবকিছু দেখা যাবে। Truke Buds Dyno প্রথম সেলে মাত্র ৭৯৯ টাকায় কেনা যাবে। প্রথম ২ ঘণ্টা এই বিশেষ অফার পাওয়া যাবে। এরপর এর দাম হয়ে যাবে ৯৯৯ টাকা। ২১ এপ্রিল থেকে এটি Amazon, Flipkart ও Truke-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। Truke সংস্থা এর সঙ্গে  ১ বছরের ওয়ারেন্টিও দিচ্ছে।

Truke Buds Dyno চার্জিং কেস-সহ ৭০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। আর এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। যাঁরা গেম খেলেন, তাঁদের জন্য এই ইয়ারবাডসে ৪০ এমএস লেটেন্সি মিলবে। এই ইয়ারবাডসে পাওয়া যাবে ১৩ এমএম টাইটেনিয়াম ড্রাইভার, যা ৩৬০ ডিগ্রি স্প্যাশিয়াল সাউন্ডের সুবিধা দেবে। এতে ব্লুটুথ ৫.৪ ভার্সন থাকায় দ্রুত কানেক্টিভিটির সুবিধা মিলবে।

Truke Buds Dyno-এর ইয়ারবাডসে প্রিমিয়াম লেদার ফিনিশ এবং স্লিম আকৃতি মিলবে। এটি রেভেন ব্ল্যাক, ওক ব্রাউন ও আর্কটিক ব্লু রঙে পাওয়া যাবে।

Truke-র অন্যান্য ইয়ারবাডগুলি দেখতে এখানে ক্লিক করুন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version