Home খবর দেশ চলন্ত ট্রেনে মিলবে এটিএম! পরীক্ষামূলক ভাবে চালু হল পরিষেবা

চলন্ত ট্রেনে মিলবে এটিএম! পরীক্ষামূলক ভাবে চালু হল পরিষেবা

ট্রেনে এটিএম

ভারতের রেল পরিষেবায় নতুন যুগের সূচনা! এবার চলন্ত ট্রেনেই উঠল এটিএম মেশিন। দেশের প্রথম ট্রেন হিসেবে এই অভিনব পরিষেবা চালু হল মহারাষ্ট্রের পঞ্চবটী এক্সপ্রেসে। মানমাড় থেকে মুম্বইয়ের মধ্যে প্রতিদিন চলাচল করে এই ট্রেনটি। মঙ্গলবার প্রথম পরীক্ষামূলক ভাবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় এই এটিএম, আর প্রথম দিনেই সফল হয় এই প্রয়াস।

পশ্চিম রেলের ভুসাওয়াল শাখা এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র-এর যৌথ উদ্যোগে ট্রেনের একটি বাতানুকূল কামরায় বসানো হয়েছে এটিএমটি। যদিও পুরো ট্রেনে একটিই এটিএম রয়েছে, তবে বাকি ২১টি কামরা থেকেও যাত্রীরা সহজেই সেখানে পৌঁছতে পারবেন।

রেলের আধিকারিকেরা জানিয়েছেন, মঙ্গলবারের ট্রায়াল রান খুবই সফল হলেও, যাত্রাপথের একটি নির্দিষ্ট অংশে সিগন্যাল সাময়িক ভাবে হারিয়ে গিয়েছিল। কারণ হিসেবে নেটওয়ার্ক সমস্যার কথাই বলা হয়েছে, বিশেষ করে সুড়ঙ্গপথে পৌঁছনোর সময়।

এই পরিষেবা সম্পর্কে ডিআরএম ইতি পাণ্ডে বলেন, “পরীক্ষামূলক ব্যবহারে ভাল ফল পাওয়া গিয়েছে। চলন্ত ট্রেনেও যাত্রীরা এবার টাকা তুলতে পারবেন। এটিএমটি কেমন কাজ করছে, তার উপর নিয়মিত নজর রাখা হবে।”

রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধা বাড়াতে এবং রেলের বাড়তি উপার্জনের পথ খুঁজতেই এই নতুন পদক্ষেপ। এই পরিষেবা জনপ্রিয় হলে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেনেও এই ধরনের এটিএম বসানোর চিন্তাভাবনা চলছে।

নতুন এই উদ্যোগে স্বভাবতই খুশি পঞ্চবটী এক্সপ্রেসের যাত্রীরা। অনেকেই বলেছেন, অনেক সময় স্টেশনে সময় কম পাওয়া যায় বা ব্যাঙ্ক বা এটিএম খুঁজে বের করাটাই মুশকিল হয়। চলন্ত ট্রেনেই এই পরিষেবা থাকলে বাস্তবে অনেকটাই স্বস্তি মিলবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version