Home খেলাধুলো প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেট দলে জায়গা হল জেসউইন অলড্রিন ও অঙ্কিতা...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেট দলে জায়গা হল জেসউইন অলড্রিন ও অঙ্কিতা ধ্যানীর

0
অঙ্কিতা ধ্যানী, জেসউইন অলড্রিন।

খবর অনলাইন ডেস্ক: লং জাম্পার জেসউইন অলড্রিন এবং ৫০০০ মিটার রানার অঙ্কিতা ধ্যানী প্যারিস অলিম্পিক্সগামী ভারতীয় অ্যাথলেট দলে জায়গা করে নিলেন। সুতরাং আগামী ১ আগস্ট থেকে প্যারিস অলিম্পিক্সে যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট শুরু হবে তাতে ভারতের হয়ে ৩০ জন অ্যাথলেট যোগ দেবেন।

অ্যাথলেটিক্সে বিশ্ব র‍্যাঙ্কিং-এ যে কোটা আছে তার মাধ্যমেই জায়গা করে নিলেন জেসউইন অলড্রিন এবং অঙ্কিতা ধ্যানী। নানা কারণে ভারতের যে সব অ্যাথলেট প্যারিসে যেতে পারছেন না তাঁদের নাম অ্যাথলেটিক্স ফেডারেশন অন ইন্ডিয়া (এএফআই) জানানোর পরেই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স (ডব্লিউএ) সর্বশেষ যা তালিকা প্রকাশ করেছে তাতে লং জাম্পে জাতীয় রেকর্ডের অধিকারী জেসউইন ও রানার  অঙ্কিতার নাম রয়েছে।

ভারতের নামকরা লং জাম্পার এম শ্রীশঙ্কর প্যারিসে যেতে পারছেন না। লং জাম্পের ক্ষেত্রে প্যারিসে যাওয়ার মাপকাঠি ধরা হয়েছে ৮.২৭ মিটার। শ্রীশঙ্কর দক্ষতার সঙ্গে সেই মাপকাঠি পেরিয়ে গেলেও আঘাতজনিত কারণে তিনি প্যারিসে যেতে পারছেন না।

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের লং জাম্প ইভেন্টে ৩২ জন অংশ নেবেন। এই ৩২ জনের তালিকায় অলড্রিনের নাম রয়েছে ৩১ নম্বর জায়গায়। অঙ্কিতার স্থান হল ওর ইভেন্টে ৪২তম। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স যখন ২ জুলাই প্রথম নামের তালিকা প্রকাশ করেছিল, দু’জনের নামই তালিকার বাইরে ছিল। এএফআই-এর একজন অন্যতম শীর্ষকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, দু’জনকে ভারতীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, “হ্যাঁ, বিশ্ব র‍্যাঙ্কিং-এর মাধ্যমে ওঁরা নামের তালিকায় জায়গা করে নিয়েছেন এবং দু’জনকেই অলিম্পিক্সগামী ভারতীয় দলে নিয়ে নেওয়া হবে।”

৪ জুলাই প্যারিসগামী ২৮ জন অ্যাথলেটসের নাম ঘোষণা করার পরে ভারতীয় অ্যাথলেটিক-এর প্রধান কোচ রাধাকৃষ্ণন নায়ার জানান, জাতীয় ফেডারেশনের বাছাই কমিটি ঠিক করেছে, প্যারিস অলিম্পিক্সের যোগ্যতানির্ণায়ক পর্বে পরে যাঁরা সফল হবেন তাঁদের প্রত্যেককেই ভারতীয় দলে নিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন 

প্যারিস অলিম্পিক্স ২০২৪: নীরজ চোপরার নেতৃত্বে অ্যাথলেটিক্সে ২৮ জনের দল পাঠাচ্ছে ভারত 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version