Home খেলাধুলো ২৫তম সাব-জুনিয়র জাতীয় রোয়িং চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়কার

২৫তম সাব-জুনিয়র জাতীয় রোয়িং চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়কার

২৫তম সাব-জুনিয়র জাতীয় রোয়িং চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়কার। ছবি সঞ্জয় হাজরা

সঞ্জয় হাজরা: উত্তরপ্রদেশের গোরখপুরের রামগড় তাল লেকে ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ২৫তম সাব-জুনিয়র জাতীয় রোয়িং চ্যাম্পিয়নশিপে বাংলার প্রতিযোগীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। রাজ্যের প্রতিনিধিত্বকারী রোয়িং প্রতিযোগীরা স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জিতে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বাংলার প্রতিযোগীদের মধ্যে রিতসিকা দাস ও সুনয়না গায়েন অনূর্ধ্ব-১৫ ডাবল স্কাল ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়াও, অনূর্ধ্ব-১৫ পেয়ার ইভেন্টে প্রসারি ব্যানার্জি ও ইশানভি জালান এবং শয়ন জয়সওয়াল ও রুদ্র মণ্ডল ব্রোঞ্জ পদক জিতে বাংলার গৌরব বাড়িয়েছেন। প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্বে এই পদক জয়ের ফলে রাজ্যজুড়ে উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে।

roaing2
ছবি সঞ্জয় হাজরা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলার প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে বলেন, “জাতীয় পর্যায়ে তরুণদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম ও প্রতিভার প্রতিফলন।” এই সাফল্যে রাজ্যের রোয়িং ক্রীড়ামহলেও আনন্দের আবহ তৈরি হয়েছে। প্রশিক্ষকরা প্রতিযোগীদের প্রশংসা করেছেন।

খেলাধুলো বিভাগের সব খবর পড়তে এখানে ক্লিক করুন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version