পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা আকতার ২-৩১)
বাংলাদেশ: ১৩৯-৩ (৩১.১ ওভার) (রুবিয়া হায়দার ৫৪ নট আউট, শোভনা মোস্তারি ২৪ নট আউট, নাইগার সুলতানা ২৩, ডায়ানা বেগ ১-১৪)
কলম্বো: মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। এবং দুটি জয়ই পাকিস্তানের বিরুদ্ধে। বৃহস্পতিবার মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন মারুফা আকতার।
বৃহস্পতিবার কলম্বোর এস প্রেমদাস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল। দিনের প্রথম ওভারেই পর পর দুই পাক ব্যাটারকে বোল্ড করলেন মারুফা আকতার। তখন পাকিস্তানের ঝুলিতে মাত্র ২ রান। আর দ্বিতীয় ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ম্যাচেই অর্ধশত রান। বাংলাদেশের এই জয়ের অন্যতম কান্ডারি রুবিয়া সেই হায়দার। তিনি ৫৪ রানে অপরাজিত থাকেন।
এ দিন টসে জিতে ব্যাট করতে যায় পাকিস্তান। শোরনা আকতার (৫ রান দিয়ে ৩ উইকেট), নাহিদা আকতার (১৯ রান দিয়ে ২ উইকেট) এবং মারুফা আকতারের (৩১ রান দিয়ে ২ উইকেট) বলের মোকাবিলা করতে না পেরে নির্ধারিত ৫০ ওভারের অনেক আগেই পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায়। তখনও হাতে ১১.৩ ওভার বল বাকি ছিল। পাকিস্তানের ইনিংস শেষ হয় ১২৯ রানে। জয়ের জন্য প্রয়োজনীয় রান বাংলাদেশ তুলে নেয় ৩১.১ ওভারে। রুবিয়া হায়দার ও শোভনা মোস্তারি এবং কিছুটা নাইগার সুলতানার ব্যাটিংয়ের সুবাদে মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ।

শুরুতেই ধাক্কা মারুফার। ছবি ICC ‘X’ থেকে নেওয়া।
দাঁড়াতেই পারল না পাকিস্তান
প্রথমে ব্যাট করতে নেমে ঘন ঘন উইকেট পড়তে থাকে পাকিস্তানের। কোনো ব্যাটারই সেভাবে বাংলাদেশের আক্রমণের মোকাবিলা করতে পারেনি। প্রথম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ওমাইমা সোহেল এবং সিদ্রা আমিনকে তাঁর পেস বলে বোকা বানান মারুফা। দু’জনেই ফিরে যান শূন্য ঝুলি নিয়ে। মারুফা যার সূচনা করলেন, তা চালিয়ে যান বাংলাদেশের স্পিন বোলাররা। তৃতীয় উইকেটে ৪২ রান যোগ হওয়ার পরে তৃতীয় উইকেট পড়ে। এবং বাকি ৭টি উইকেট পড়ে মাত্র ৭৫ রানে। শেষ ৩টি উইকেট দখল করেন শোরনা আকতার। ফিনি মাত্র ৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে নেন। পাকিস্তান দলের সর্বোচ্চ রান রমিন শামিমের। তিনি ৩৯ বলে ২৩ রান করেন।
অভিষেকেই অর্ধশত রান।ছবি ICC ‘X’ থেকে নেওয়া।
১৮.৫ ওভার বাকি থাকতে বাংলাদেশের জয়
জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৩০ রান। ৩৫ রানের মধ্যে দুই উইকেট পড়ে যাওয়ার পরে দলের হাল ধরেন রুবিয়া হায়দার এবং নাইগার সুলতানা। তাঁর রান নিয়ে যান ৯৭-তে। ৪৪ বলে ২৩ রান করে সুলতানা আউট হতে রুবিয়ার সঙ্গী হল শোভনা মোস্তারি। তাঁরা দু’জনে অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ে পৌঁছে দেন। ৩১.১ ওভারে বাংলাদেশ পৌঁছে যায় ৩ উইকেট হারিয়ে ১৩১ রানে। জিতে যায় ৭ উইকেটে। ৭৭ বলে ৫৪ রান করে রুবিয়া এবং ১৯ বলে ২৪ রান করে শোভনা নট আউট থাকেন।
আরও পড়ুন
বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ব্যাটে-বলে দীপ্তির খেল, সঙ্গী অমনজোত-স্নেহা, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল ভারত