Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ব্যাটে-বলে দীপ্তির খেল, সঙ্গী অমনজোত-স্নেহা, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ব্যাটে-বলে দীপ্তির খেল, সঙ্গী অমনজোত-স্নেহা, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল ভারত

ব্যাটে-বলে কেরামতি দেখিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ দীপ্তি শর্মা। আনন্দে জড়িয়ে ধরেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ছবি BCCI WOMEN 'X' থেকে নেওয়া।,

ভারত: ২৬৯-৮ (অমনজোত কৌর ৫৭, দীপ্তি শর্মা ৫৩, হরলীন দেয়োল ৪৮, ইনোকা রণবীর ৪-৪৬, উদেশিকা প্রবোধনী ২-৫৫)

শ্রীলঙ্কা: ২১১ (চমারি আতাপাত্তু ৪৩, নীলাক্ষিকা সিলভা ৩৫, দীপ্তি শর্মা ৩-৫৪, স্নেহা রানা ২-৩২, শ্রী চরণী ২-৩৭)

গুয়াহাটি: মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএস পদ্ধতিতে ৫৯ রানে হারিয়ে স্বস্তিতে থাকল ভারত। তবে প্রথম ম্যাচে পরীক্ষা হয়ে গেল দলের কোন জায়গাটা দুর্বল, কারা জায়গাটা ঠিকঠাক।

ব্যাটিং-এর শুরুটা খুব খারাপ না হলেও চোখে পড়ল মিড্‌ল অর্ডারের ব্যর্থতা। মাত্র ৪ রানে চলে গেল ৪ উইকেট। তৃতীয় ও চতুর্থ উইকেট পড়ল ১২০ রানে, ১ রান যোগ হতেই পঞ্চম উইকেট এবং ষষ্ঠ উইকেট পড়ল ১২৪ রানে। শেষ পর্যন্ত দলকে বিপদ থেকে উদ্ধার করলেন দীপ্তি শর্মা, অমনজোত কৌর এবং স্নেহ রানা। শেষ ২ উইকেটে তাঁরা যোগ করলেন ১৪৫ রান।

জয়ের উচ্ছ্বাস ভারতীয় দলের। ছবি BCCI WOMEN ‘X’ থেকে নেওয়া।

এই ম্যাচ থেকে দেখা গেল ভারতীয় দলের অলরাউন্ডাররা সত্যিই অলরাউন্ডার। ৫৩ বলে ৫৩ রান করলেন দীপ্তি। তার ওপর ৫৪ রান দিয়ে ৩ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর তকমা পালেন। বল ওপেন করতে নেমে অমনজোত কৌর ৩৭ রান দিয়ে ১ উইকেট দখল করলেন। কিন্তু তার আগে ভারতীয় ইনিংসে করলেন সর্বাধিক রান – ৫৬ বলে ৫৭ রান।

আর-এক অলরাউন্ডার স্নেহা রানা। অষ্টম উইকেটের জুটিতে দীপ্তি শর্মার সঙ্গে তাঁর দুরন্ত ব্যাটিং ভারতকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। তিনি ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকলেন। বল হাতেও তিনি সফল। ৩২ রান দিয়ে পেলেন ২ উইকেট।

জয়ের জন্য প্রয়োজনীয় ২৭১ রান (ডিএলএস পদ্ধতি) তাড়া করতে গিয়ে ৪.২ ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২১১ রানে। মোটামুটি নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে। তারই মধ্যে পতন ঠেকিয়ে রাখার কিছুটা চেষ্টা করেছেন চমারি আতাপাত্তু (৪৭ বলে ৪৩ রান), নীলাক্ষিকা সিলভা (২৯ বলে ৩৫ রান)। কিন্তু শেষের দিকে ব্যর্থতার কারণে তারা ইনিংস শেষ করে ২১১ রানে। ফলে ভারত জিতে যায় ৫৯ রানে।          

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version